হার্দিক-নাতাশার Private Photos ভাইরাল! এমন সব ছবি, দেখে হা হয়ে যাবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Hardik pandya and natasa stankovic: পান্ডিয়া-নাতাশার একেবারে গোপন ছবি শেয়ার হল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
1/7

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং তাঁর স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচ এবার ইনস্টাগ্রামে এমন কিছু ছবি শেয়ার করেছেন, যা দেখে অনেকেই অবাক।
advertisement
2/7
অনেকেই বলছেন,পান্ডিয়া ও তাঁর স্ত্রী হয়তো ভুল করে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি শেয়ার করে ফেলেছেন! তবে ব্যাপারটা ঠিক তা নয়।
advertisement
3/7
কেউ কেউ আবার পান্ডিয়া, নাতাশাকে এতটা কাছাকাছি দেখে টিটকিরি করে বলেছেন- একটু বেশি হয়ে গেল না!
advertisement
4/7
হার্দিক পান্ডিয়া ও নাতাশার এই ছবিগুলো একটি ফটোশুটের জন্য তোলা।
advertisement
5/7
নাতাশা ফরাসী ভাষায় হার্দিকের উদ্দেশে একটি ক্যাপশন লিখেছেন। যার অর্থ- আমি তোমাকে ভালবাসি।
advertisement
6/7
নাতাশা ও হার্দিক বরাবরই সম্পর্কের ব্যাপারে খোলামেলা। ফটোশুট হোক বা খুল্লমখুল্লা প্রেম, দুজনে বরাবরই এক কদম এগিয়ে।
advertisement
7/7
চলতি বছর ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিয়ে করেন হার্দিক-নাতাশা। দুই পরিবারের লোকজন তাঁদের এই আনুষ্ঠানিক বিয়েতে হাজির ছিলেন।