TRENDING:

Gautam Gambhir: 'এই যে পাকিস্তান...', গৌতম গম্ভীর বলে দিলেন 'আসল কথা', সব সম্পর্ক শেষ!

Last Updated:
গৌতম গম্ভীর বলেছেন, ব্যক্তিগতভাবে আমার মনে হয়, পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখার প্রয়োজন নেই ভারতের। ওরা যতদিন সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করছে, ততদিন দু’দেশের মধ্যে সবকিছুই বন্ধ থাকুক।
advertisement
1/6
'এই যে পাকিস্তান...', গৌতম গম্ভীর বলে দিলেন 'আসল কথা', সব সম্পর্ক শেষ!
অপারেশন সিঁদুর। মাঝরাতে ভারতের এয়ার স্ট্রাইক পাক অধিকৃত কাশ্মীরে। জৈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে ভারত বিমান হামলা চালিয়েছে। কর্মকর্তা ও সূত্রের মতে, বাহাওয়ালপুর, মুরিদকে এবং কোটলিতে গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটি লক্ষ্য করা গিয়েছে। (Photo: AP)
advertisement
2/6
বহুদিন ধরেই জঙ্গিদের ডেরা পাকিস্তানের অধিকৃত কাশ্মীর। পাকিস্তান যে জঙ্গিদের নিরাপদ আশ্রয় তা বারবার প্রমাণিত। ভারতের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলায় বারবার পাকিস্তানের মদত রয়েছে। আর এবার পড়শি দেশকে যোগ্য জবাব দিল ভারত।
advertisement
3/6
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। জানিয়ে দিয়েছিলেন, এই হামলার জবাব ভারত দেবে। কাউকে রেয়াত করা হবে না। তাঁর বলা কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে গেল।
advertisement
4/6
পাকিস্তানের সমালোচনা করার পাশাপাশি গম্ভীর বলেছেন, ব্যক্তিগতভাবে আমার মনে হয়, পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখার প্রয়োজন নেই ভারতের। ওরা যতদিন সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করছে, ততদিন দু’দেশের মধ্যে সবকিছুই বন্ধ থাকুক। আগেও একথা বলেছি। ক্রিকেট, বলিউড বা অন্য কোনও কিছুই ভারতীয় সেনা বা সাধারণ মানুষের প্রাণের থেকে গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ পরে হতে পারে, সিনেমা পরে তৈরি করা যেতে পারে, গায়করাও পরে পারফর্ম করতে পারবেন। কিন্তু প্রিয়জনকে হারানোর ক্ষতিপূরণ হয় না।
advertisement
5/6
গম্ভীর বলেছেন, এই যে পাকিস্তান বারবার জঙ্গি হামলায় মদত দেয়, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ওদের সঙ্গে কোনওরকম ক্রিকেট নয়। ওদের সঙ্গে কোনও সম্পর্কের দরকার আমাদের নেই।
advertisement
6/6
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় দল। দুই দেশের সিরিজ বন্ধ। এবার গম্ভীর বললেন, আইসিসির কোনও ইভেন্টেও ভারতের আর পাকিস্তানের সঙ্গে খেলার প্রয়োজন নেই। ওদের যে কোনও জায়গা থেকে বয়কট করতে হবে।
বাংলা খবর/ছবি/খেলা/
Gautam Gambhir: 'এই যে পাকিস্তান...', গৌতম গম্ভীর বলে দিলেন 'আসল কথা', সব সম্পর্ক শেষ!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল