TRENDING:

Gambhir Saves Harshit Rana: গম্ভীরের তেজ তুঙ্গে, ছোট-বড় রেয়াত নেই, লবির লোক না হলেই অপমান, ‘হর্ষিতকে নয় যা বলার আমায় বলুন’ দাগলেন তোপ

Last Updated:
Gambhir Saves Harshit Rana: ‘ওর বাবা নির্বাচক নয়, ও নিজের যোগ্যতায় দলে’, হর্ষিত রানাকে বাঁচাতে অল আউট ঝাঁপ গম্ভীরের
advertisement
1/5
গম্ভীরের তেজ তুঙ্গে, ছোট-বড় রেয়াত নেই, লবির লোক না হলেই অপমান, হর্ষিতকে আগলাতে ব্যস্ত
: আর কাউকেই রেয়াত করছেন না যাঁকে তাঁকে নিয়ে যা মুখে আসছে তাই বলছেন গৌতম গম্ভীর৷  মঙ্গলবার ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর প্রাক্তন অধিনায়ক কৃষ্ণচারী শ্রীকান্তের প্রতি তীব্র আক্রমণ শানান৷  অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে দলে ফাস্ট বোলার হর্ষিত রানার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন শ্রীকান্ত৷ আর সেই প্রশ্ন তোলাকে লজ্জাজনক বলেছেন গম্ভীর৷ ২৩ বছর বয়সী একজন খেলোয়াড়কে লক্ষ্য করে এরকম আক্রমণ করা যায় না। শ্রীকান্ত তার ইউটিউব চ্যানেলে অভিযোগ করেছেন যে রানা কেবল গম্ভীরের কারণেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তিনি বলেছেন যে রানাকে অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে দলে নির্বাচিত করা হয়েছিল কারণ সে গম্ভীরের চামচা৷
advertisement
2/5
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন:‘‘এটা লজ্জাজনক যে কেউ একজন ২৩ বছর বয়সী খেলোয়াড়কে তার নিজস্ব ইউটিউব চ্যানেল চালানোর জন্য টার্গেট করছে। যদি তুমি আমাকে টার্গেট করতে চাও, তাহলে এগিয়ে যাও। আমি এটা সামলাতে পারব, কিন্তু ইউটিউব ভিউয়ের জন্য ২৩ বছর বয়সী একজন তরুণকে ট্রোল করা লজ্জাজনক। তাঁর (রানার) বাবা নির্বাচক নন। তাঁরা নিজেদের যোগ্যতার জোরে দলে জায়গা করে নিয়েছে। এই তরুণ ছেলেদের টার্গেট করো না।’’
advertisement
3/5
ভারত বনাম ওয়েস্টইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে। শ্রীকান্ত সম্প্রতি বলেছিলেন, "একজন মাত্র সদস্য আছে, হর্ষিত রানা... কেউ জানে না কেন সে দলে আছে। সবচেয়ে ভাল দিক হল হর্ষিত রানার মতো হওয়া এবং দলে নির্বাচনের জন্য গম্ভীরের প্রতি কথায় হ্যাঁতে হ্যাঁ বলা৷ "
advertisement
4/5
গত বছর গৌতম গম্ভীর প্রধান কোচ হওয়ার পর থেকে দিল্লির ক্রিকেটার হর্ষিত রানা দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন।
advertisement
5/5
গম্ভীরের পরামর্শে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হর্ষিত রানা। রানাকে গম্ভীরের বিশ্বস্ত খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর।
বাংলা খবর/ছবি/খেলা/
Gambhir Saves Harshit Rana: গম্ভীরের তেজ তুঙ্গে, ছোট-বড় রেয়াত নেই, লবির লোক না হলেই অপমান, ‘হর্ষিতকে নয় যা বলার আমায় বলুন’ দাগলেন তোপ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল