East Bengal: ২ দিনের ব্যবধানে ফের বড় প্রাপ্তি! এবার সৌরভের মুকুটে যোগ ইস্টবেঙ্গলের 'ভারত গৌরব'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: ২৯ জুলাই মোহনবাগান দিবসে 'মোহনবাগান রত্ন' দিয়ে সম্মানিত করা হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তার ২ দিন যেতে না যেতেই এবার সৌরভের মুকুটে যোগ হতে চলেছে আরও এক নয়া পালক।
advertisement
1/5

২৯ জুলাই মোহনবাগান দিবসে 'মোহনবাগান রত্ন' দিয়ে সম্মানিত করা হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তার ২ দিন যেতে না যেতেই এবার সৌরভের মুকুটে যোগ হতে চলেছে আরও এক নয়া পালক।
advertisement
2/5
পয়লা অগাস্ট ইস্টবেঙ্গল দিবস। ১০৫ তম প্রতিষ্ঠা দিবস পালন করছে লাল-হলুদ। বৃষ্টি মাথায় নিয়েই সকাল থেকেই সেলিব্রেশন মুডে ময়দানের লাল-হলুদ তাবু। পৌছে গিয়েছেন ক্লাব কর্তা থেকে সমর্থকরা।
advertisement
3/5
ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্মানিত করা হবে 'ভারত গৌরব' দিয়ে। ভারতের প্রাক্তন অধিনায়ককে এই সম্মান দেওয়ার ঘোষণা আগেই করে দিয়েছিল শতাব্দী প্রাচীন ক্লাবটি।
advertisement
4/5
এর আগে একাধিক ফুটবলার এই সম্মান পেলেও ক্রিকেটারদের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২ জন ইস্টবেঙ্গল 'ভারত গৌরব' সম্মানে ভূষিত হয়েছেন। এক প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব, অপরজন বাংলার গর্ব ও প্রাক্তন ভারতীয় মহিলা দলের অধিনায়ক ঝুলন গোস্বামী।
advertisement
5/5
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে এই 'ভারত গৌরব' সম্মান দেওয়া শুরু করে ইস্টবেঙ্গল ক্লাব। এবার এই সম্মান পেয়ে গর্বিত সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই বড় ক্লাব থেকে এমন সম্মান ও ভালবাসা পেয়ে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়।