ISL 2018-19: যুবভারতীতে উদ্বোধনী অনুষ্ঠান কেমন হল, দেখে নিন সব ছবি
Last Updated:
advertisement
1/4

দেখতে দেখতে পঞ্চম বর্ষে পা দিল ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ৷ টুর্নামেন্টের প্রথম বছরের মতো এবছরও উদ্বোধনী ম্যাচ কলকাতায় ৷ ঘরের মাঠে এটিকে-র প্রতিপক্ষ টুর্নামেন্টের আরেক ফেভারিট দল কেরল ব্লাস্টার্স ৷ তবে এবছর কোনও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান নয় ৷ টুর্নামেন্টের সংগঠকদের মূল ফোকাস ফুটবলেই ৷ তাই উদ্বোধনী অনুষ্ঠানে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানির পাশাপাশি তারকাদের মুখ বলতে এবছর শুধুমাত্র গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি দলের মালিক অভিষেক বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট হিমা দাস ৷ Photo: ISL
advertisement
2/4
যুবভারতীতে প্রবেশ করছেন আইএসএলের ফাউন্ডার এবং চেয়ারম্যান নীতা আম্বানি ৷ Photo: ISL
advertisement
3/4
Photo: ISL
advertisement
4/4
Photo: ISL