TRENDING:

Madan Mitra Is In East Bengal Club: ওহ্ লাভলি! হলুদ ধুতি, লাল পাঞ্জাবি পরে ইস্টবেঙ্গল ক্লাবে মদন মিত্র

Last Updated:
নিজে মোহনবাগান সমর্থক। তবুও ইস্টবেঙ্গলের ক্লাব তহবিলে এক মাসের বেতন অনুদান হিসেবে দিলেন মদন মিত্র।
advertisement
1/5
ওহ্ লাভলি! হলুদ ধুতি, লাল পাঞ্জাবি পরে ইস্টবেঙ্গল ক্লাবে মদন মিত্র
লাল পাঞ্জাবি, হলুদ ধুতি পরে তিনি হঠাত্ই হাজির ইস্টবেঙ্গল তাঁবুতে। তবে মদন মিত্র যেখানে যান, আসর মেতে ওঠে। এদিনও তাই হল। লাল-হলুদ তাঁবুতে গিয়ে মেতে উঠলেন মদন মিত্র।
advertisement
2/5
না, স্রেফ ঘুরতে ইস্টবেঙ্গল ক্লাবে যাননি তিনি। এদিন ক্লাব তহবিলে নিজের এক মাসের বেতন অনুদান দিলেন মদন মিত্র। ক্লাব কর্তাদের সঙ্গে কথা বললেন। বেশ কিছুটা সময় তিনি কাটালেন ক্লাব তাঁবুতে।
advertisement
3/5
মোহনবাগান সমর্থক তিনি। তবে মদন মিত্র আসলে ফুটবলপ্রেমী। সেটা তিনি এদিন বুঝিয়ে দিলেন। মদন মিত্র বললেন, যেদিন ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম, সেদিনই বুঝেছিলাম জগাই আর মাধাই না থাকলে নিমাইকে কী কেউ চিনত! আমরা কলকাতার পুরনো বাঙালি। ডাই হার্ড মোহনবাগানি।
advertisement
4/5
এদিন ফুটবল পায়ে মদন মিত্র নামলেন মাঠে। ধুতি, পাঞ্জাবি পরেই শট নিলেন। হাততালিতে মুখরিত হল ইস্টবেঙ্গল তাঁবু।
advertisement
5/5
ইস্টবেঙ্গল ক্লাবে তীব্র ডামাডোল চলছে। বিনিয়োগকারী সংস্থার চুক্তিতে সই করেননি ক্লাবের কর্তারা। বুধবার ক্লাব তাঁবুর বাইরে সমর্থকদের উপর পুলিশি লাঠিচার্জ হয়। মদন মিত্র কিন্তু সমর্থকদের উপর সেই লাঠিচার্জের প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন, সমর্থকদের আবেগটাও বুঝতে হবে।
বাংলা খবর/ছবি/খেলা/
Madan Mitra Is In East Bengal Club: ওহ্ লাভলি! হলুদ ধুতি, লাল পাঞ্জাবি পরে ইস্টবেঙ্গল ক্লাবে মদন মিত্র
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল