advertisement
1/5

ব্যালন ডি অরে নয়া সেরা ৷ ফরাসি তারকাদের সঙ্গে হাড্ডাহাড্ডি টক্করের পর সেরার মুকুট পেলেন ক্রোয়েশিয়া ও রিয়েল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মডরিচ ৷ Photo Courtesy ; Luka Modric/ Twitter Handle
advertisement
2/5
২০১০ সাল থেকে ফিফা ও ব্যালন ডি অর এক হওয়ার পর থেকে শুধুমাত্র মেসি ও রোনাল্ডোই এই পুরস্কার পেয়ে এসেছেন৷ এই পর্বে ২০১০-১১-১২ টানা তিনবার মেসি পান ব্যালন ডি অরের খেতাব ৷ ২০১৫ তেও তিনি পান এই খেতাব ৷ Photo Courtesy ;Ballond'or/ Twitter Handle
advertisement
3/5
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পান পাঁচবার ব্যালন ডি অর ৷ অবশ্য ২০১৫ -র পর থেকে আবার ফিফা ও ব্যালন ডি অর আলাদা আলাদা বর্ষসেরা দেওয়া শুরু করে ৷ রোনাল্ডো সেরা হয়েছেন ২০০৮,২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭ তে ৷ Photo Courtesy ;Ballond'or/ Twitter Handle
advertisement
4/5
২০০৮ থেকে ২০১৭ অবধি মেসি -রোনাল্ডোদের টপকে আর কোনও ফুটবলারের সেরা হওয়া হয়নি ৷ সেই ধারায় ভাঙন ধরিয়ে নজির গড়লেন মডরিচ ৷ স্বাভাবিকভাবেই ট্রফি জিতে আপ্লুত তিনি জানিয়েছেন এটা তাঁর কাছে শুধুমাত্র কোনও স্বপ্ন নয়, তার থেকে অনেক বেশি কিছু ৷ এটা একটা সম্মান ৷ Photo Courtesy ;Ballond'or/ Twitter Handle
advertisement
5/5
মডরিচ ছাড়া এদিন আরও দুই সেরা হলেন নরওয়ের মহিলা ফুটবলার আদা হেগারবার্গ ও তরুণ ফুটবলার বিভাগে সেরা হয়েছেন ফরাসি স্ট্রাইকার এমব্যাপে ৷ এখনও কুড়ি না পেরোনোয় তরুণ বিভাগে সেরা হয়েই থাকতে হয়েছে তাঁকে ৷ Photo Courtesy ;Ballond'or/ Twitter Handle