Lionel Messi: থাকতে চেয়েছিলেন, বার্সেলোনা রাখল না! ক্লাবের ঘোষণা শুনে আকাশ ভেঙে পড়েছিল মেসির মাথায়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lionel Messi-Barcelona: বার্সোলোনা তাঁকে রাখতে চায় না, এটা শুনেই অবাক হয়েছিলেন লিওনেল মেসি।
advertisement
1/5

লিওনেল মেসি আর বার্সেলোনার ফুটবলার নন। স্প্যানিশ ক্লাবের এমন ঘোষণা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ফুটবলভক্তরা।
advertisement
2/5
ইউরোপিয়ান মিডিয়া নিশ্চিত ছিল, মেসির সঙ্গে আবার পাঁচ বছরের চুক্তি হবে বার্সার। কিন্তু বাস্তবে হল উল্টো। বার্সা জানিয়ে দিল, মেসি আর তাদের দলের ফুটবলার নন। অর্থাত্ মেসি এখন ফ্রি এজেন্ট। যে কোনও ক্লাবে সই করতে পারেন।
advertisement
3/5
Mundo Deportivo পত্রিকার রিপোর্ট বলছে, ক্লাবের এমন ঘোষণার পর মেসির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সমর্থকদের মতো তিনি নিজেও অবাক। মেসি নিজেও নাকি আশা করেছিলেন, আর্থিক অঙ্ক কমিয়ে হলেও তিনি বার্সার সঙ্গে পাঁচ বছরের চুক্তি সই করবেন। কিন্তু বার্সা তাঁকে রাখল না।
advertisement
4/5
ফুটবলার মেসির জন্ম এই বার্সেলোনাতেই। এখানেই তাঁর কৈশোর, যৌবন। মেসি নাকি আরও কয়েক বছর বার্সাতে থাকবেন বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগেও মেসি-বার্সার চুক্তি নিয়ে সমস্যা হয়েছে। কিন্তু দিনের শেষে সমস্যা মিটে যায়। বার্সেলোনা মেসির কাছে পরিবারের মতোই। পরিবার ছেড়ে মেসি চলে যাওয়ার কথা ভাবেননি। কিন্তু এবার সেই পরিবার আর তাঁকে রাখবে না বলে ঠিক করেছে।
advertisement
5/5
প্যারিস সেইন্ট জার্মেইন, আর্সেনাল, ম্যান সিটি। মেসির পরবর্তী গন্তব্য হিসাবে এই তিন ক্লাবের কথা শোনা যাচ্ছে। তবে Mundo Deportivo-র রিপোর্ট বলছে, মেসি এখনও ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি। বার্সেলোনা তাঁকে রাখবে না, এটা মেনে নিতে পারছেন না এলএমটেন।