Cristiano Ronaldo Girlfriends: রোনাল্ডোতে মুগ্ধ, কিন্তু তাঁর সেক্সি প্রেমিকারাও কম যান না! চোখ কপালে উঠবে...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এক ঝলকে দেখে নিন রোনাল্ডোর বর্ণময় জীবনে গার্লফ্রেন্ডদের (Cristiano Ronaldo Girlfriends) তালিকা...
advertisement
1/9

গিনেস বুক অব রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নাম। ছেলেদের ফুটবলে আন্তর্জাতিক মঞ্চে সব থেকে বেশি গোল করার জন্য এই কৃতিত্ব পেেয়ছেন তিনি। শুক্রবার ফেসবুকে সেই ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন রোনাল্ডো। ফুটবলের দুনিয়ায় তাঁর যতটা খ্যাতি, সুনাম রয়েেছ তাঁর মহিলামহলেও। ফুটবলের ফ্ল্যামবয়ান্ট রাজপুত্র অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক ঝলকে দেখে নিন রোনাল্ডোর বর্ণময় জীবনে গার্লফ্রেন্ডদের (Cristiano Ronaldo Girlfriends) তালিকা...
advertisement
2/9
এই মুহূর্তে রোনাল্ডোর গার্লফ্রেন্ড জর্জিনা রড্রিগেজ। তাঁর ও রোনাল্ডোর চতুর্থ সন্তানের জন্ম হয়েছে। যদিও রোনাল্ডো তাঁর প্রথম সন্তানের মায়ের নাম কখনওই প্রকাশ্যে বলেননি। দ্বিতীয় ও তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন একজন সারোগেট মাদার। ২০১৬-র নভেম্বর থেকে একসঙ্গেই রয়েছেন রোনাল্ডো ও রড্রিগেজ।
advertisement
3/9
পেশাগত খেলোয়াড় হওয়ার পর রোনাল্ডোর প্রথম গার্লফ্রেন্ড হয়েছিলেন জরডানা জারদেল। সহ-ফুটবলার মারিও জারদেলের বোন ছিলেন তিনি। জরডানা একজন ব্রাজিলিও মডেল ছিলেন। ২০০৩ সালে প্রেমপর্ব চলেছিল তাঁদের।
advertisement
4/9
এর পর ২০০৫ থেকে ২০০৬-এর সেপ্টেম্বর পর্তুগিজ মডেল ও টেলিভিশন সঞ্চালিকা মার্কে রোমেরোর সঙ্গে প্রেম করেছেন রোনাল্ডো।
advertisement
5/9
রোনাল্ডোর সঙ্গে ২০০৭-এর শুরুতে চার মাস প্রেম ছিল ব্রিটিশ মহিলা গেমা অ্যাটকিনসনের। ইনিই প্রথম ব্রিটিশ মহিলা যাঁর প্রেমে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো।
advertisement
6/9
২০০৮ সালের শুরুতে রোনাল্ডো জীবনের অনেক কিছু পরিবর্তনের কথা ভেবে নিজের প্রেমজীবনকে বদলে ফেলেন। স্প্যানিশ মডেল নেরেদা গ্যালারডোর প্রেমে তখন হাবুডুবু রোনাল্ডোর। যদিও সে বছরই সম্পর্ক কেটে যায় তাঁদের।
advertisement
7/9
এর পর অনেকেই এসেছেন রোনাল্ডোর জীবনে। গ্যাব্রিয়েলা এন্ডরিঙ্গার, রাফেলা ফিকো, প্যারিস হিলটন, কিম কার্দাশিয়ার মতো মেয়েদের নাম জড়িয়েছে রোনাল্ডোর সঙ্গে। কিন্তু ২০১০-এ রোনাল্ডো বহুদিন পর সম্পর্কে জড়ালেন ইরিনা শায়েকের সঙ্গে। এই রাশিয়ান মডেলের সঙ্গে প্রায় ৫ বছর সম্পর্ক ছিল তাঁর। ২০১৫-র জানুয়ারিতে বিচ্ছেদ হয় তাঁদের।
advertisement
8/9
শায়েকের সঙ্গে ব্রেক-আপের পর ২০১৫ সালে লুসিয়া ভিলালঁয়ের প্রেমে পড়েছিলেন রোনাল্ডো। তিনি একজন স্প্যানিশ রিপোর্টার। তবে বেশিদিন সেই সম্পর্ক টেকেনি। এর পরই জর্জিনা রড্রিগেজের সঙ্গে সম্পর্কে জড়ান রোনাল্ডো। বর্তমানে তিনিই রোনাল্ডোর গার্লফ্রেন্ড।
advertisement
9/9
এছাড়াও আরও বহু মেয়েদের নাম বিভিন্ন সময় শোনা গিয়েছে রোলান্ডোর প্রেমিকা হিসেবে। পর্তুগিজ মডেল করিনা ফেরো, পর্তুগিজ নায়িকা ও মডেল সোরাইয়া চেভেসের নাম শোনা গিয়েছে। ২০০৭ সালে বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গেও নাকি প্রেম করেছিলেন রোনাল্ডো।