কেন ব্রাজিলের জার্সির রং হলুদ, কীভাবে এই জার্সি পেয়েছিল নেইমারের পূর্বসূরিরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
২০ তারিখ শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২২। ২৫ নভেম্বর প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরুর করবে ব্রাজিল। তার আগে দেখে নিন ৫ বারের বিশ্বজয়ীদের হলুদ জার্সির ইতিহাস।
advertisement
1/5

বিশ্বকাপ ফুটবল বলতে যে দলগুলির নাম সবার প্রথমে মাথায় আসে তার মধ্যে একেবারে উপরে ব্রাজিল। ৫ বারের বিশ্বজয়ী ফুটবল ইতিহাসের গৌরব নিয়েও নতুন করে বলার কিছু নেই।
advertisement
2/5
বিশ্বকাপ শুরুর আগে ফুটবল প্রেমিদের প্রিয় দলকে নিয়ে জানার কৌতুহল কম নয়। অনেকেই হয়তো জানেন না কেন ব্রাজিলের জার্সির রং হলুদ কেন। কীভাবে এই জার্সি পেল সাম্বা ব্রিগেড।
advertisement
3/5
১৯১৪ থেকে আন্তর্জাতিক ফুটবল খেললেও প্রথমে ব্রাজিলের জার্সির রং হলুদ ছিল না। সাদা রঙের জার্সি পড়ে খেলত সেই সময়। তখন সাদা জার্সির কলার ও হাতের বর্ডার ছিল নীল রঙের। ব্রাজিলের জার্সির রঙে বদল আসে ১৯৫০ সালের পর।
advertisement
4/5
জার্সির রং বদলের েপছনেও রয়েছে কারণ। কারণ ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে ঘরের মাঠে মারাকানায় উরুগুয়ের বিরুদ্ধে হেরে যায় ব্রাজিল। তারপরও দাবি ওঠে অপয়া জার্সির রং বদল করতে হবে।
advertisement
5/5
তারপরই নতুন জার্সি কেমন হবে সেই ডিজাইন ও রঙেক জন্য শুরু হয় প্রতিযোগিতা। এক তরুণ তার জার্সিতে নীল, হলুদ ও সবুজ তিনটি রঙ ছিল। জার্সি হলুদ, কলার সবুজ ও নীল রঙের প্যান্ট। ১৯৫৫ বিশ্বকাপ থেকে নতুন জার্সি পড়ে খেলে ব্রাজিল। সেই ট্র্যাডিশনই এখনও বজায় রয়েছে।