Paige Spiranac: একে ফুটবল জ্বর! তার ওপর ক্ষীণ পোশাকের মাখন শরীর আরও পারদ চড়াচ্ছে, রইল ফটো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মার্কিন দলের সমর্থনে তিনি যে ছবি দিয়েছেন তা একেবারে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে৷
advertisement
1/9

#কলকাতা: ফুটবল জ্বর সারা বিশ্বে। বিশেষ করে আমেরিকানরা ফিফা টুর্নামেন্টের জন্য নিজের উন্মাদনা বাড়িয়ে চলেছেন। এমনকি সোশ্যাল মিডিয়া স্টার এবং প্রাক্তন গলফার পেইজ স্পিরানাকও নেমে পড়েছেন প্রিয় দলের সমর্থণে৷ তাঁর ইনস্টগ্রাম প্রোফাইল সবসময়েই হট এবার মার্কিন দলের সমর্থনে তিনি যে ছবি দিয়েছেন তা একেবারে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে৷
advertisement
2/9
ইনস্টাগ্রামে তার সর্বশেষ স্টিল পোস্ট করে, স্পিরানাক ভক্তদের ইঙ্গিত দিয়েছিলেন, "আমি মনে করি এখন ফুটবল পছন্দ করি।"
advertisement
3/9
স্পিরানাকের ইনস্টাগ্রামে ৩৭ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। একসময় গলফ খেলা এই সুন্দরী সোশ্যাল মিডিয়ায় এখন ইনফ্লুয়েন্সার।
advertisement
4/9
গলফ খেলার সময়েও নিন্দুকরা বলেন সৌন্দর্য্যের দিকে বেশিই মনোযোগ তাঁর ৷
advertisement
5/9
অন্যান্য গলফাররা আপত্তি করছেন যে গলফ খেলার মতো পরিবেশ তৈরি করে তিনি খেলাকে অসম্মান করছে৷
advertisement
6/9
এত সমালোচনা সত্ত্বেও তিনি কিন্ত তাঁর নিজের পেজে পোস্ট করা থামাননি৷ বরং নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য আরও হট ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন৷
advertisement
7/9
তাঁর প্রচুর ব্র্যান্ডিং ও প্রমোশনও রয়েছে৷ ২৯ বছর বয়সী এই সুন্দরীকে এই বছরের সেক্সিয়েস্ট উইমেন অ্যালাইভের খেতাব দিয়েছে ম্যাক্সিম। সেই সঙ্গে, ফের একবার পেইজ স্পিরানাক সৌন্দর্যের ডোজ বাড়িয়েছে।
advertisement
8/9
পেজের ভক্তরা ইন্সটাতে তার প্রশংসা করছেন। তাঁরা বলছেন তোমার মত সুন্দরী এই পৃথিবীতে আর কোন মেয়ে নেই। Photo Courtesy- Paige Spiranac/ Instagram
advertisement
9/9
Photo Courtesy- Paige Spiranac