স্তনযুগল ঢাকা হাতে, নিম্নাঙ্গে পতাকা, বিশ্বকাপে এ কেমন সমর্থন ব্রাজিল মডেলের
- Published by:Sudip Paul
Last Updated:
ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে ব্রাজিল দলকে নানাভাবে সমর্থন করছেন ফ্যানেরা। কিন্তু ব্রাজিলের সুপার হট মডেল দেশের সমর্থনে যা করলেন তা নজিরবিহীন ও বিতর্কিত।
advertisement
1/6

নেইমারদের হাতে বিশ্বকাপ দেখতে প্রতীক্ষায় ব্রাজিল সহ বিশ্বজুড়ে ফ্যানেরা। প্রিয় দলকে নানাভাবে সমর্থন করছেন ফ্যানেরা।
advertisement
2/6
ব্রাজিল পাগল ফ্যানদের মধ্যে অন্যতম হল সেদেশের মডেল লেস রিবেরিও। তিনি নেইমারদের সমর্থনে যা করলেন তা সত্যিই নজিরবিহীন ও বিতর্কিত।
advertisement
3/6
ব্রাজিলকে সমর্থনের জন্য সমুদ্রতটে টপলেস হয়ে ফটোশুট করলেন লেস রিবেরিও। তার বক্ষযুগল ঢাকা হাত দিয়ে ও নিম্নাঙ্গে দেশের পতাকা।
advertisement
4/6
শুধু তাই নয়, টপলেস হাতে দেশের পতাকা নিয়ে ব্যাক সাইড ফটো শুট করেছেন। যেই ছবি রীতিমত নেট দুনিয়ায় ঝড় তুলেছে। সমালোচনাও করেছেন অনেকে।
advertisement
5/6
ব্রাজিলের বিখ্যাত মডেলদের মধ্যে অন্যতম হলেন রিবেরিও। এক সন্তানের মা, ভিক্টোরিয়া সিক্রেট মডেল লেস রিবেরিওর এমন হট অবতারের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘনঘন শেয়ার করে থাকেন।
advertisement
6/6
তবে এবার বিশ্বকাপে ব্রাজিলের সমর্থনে তিনি যে কাণ্ডটি ঘটালেন তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। চলতি বিশ্বকাপে নেইমারদের সমর্থনে তিনি আর এমন কিছু ঘটান কিনা সেদিকেই নজর সকলের।