TRENDING:

মারাদোনার পর পেলেকেও ধরে ফেললেন মেসি, বিশ্বকাপে একের পর এক কীর্তি লিওর

Last Updated:
ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালের টিকিট পাকা করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেমি ফাইনালে গোল করে ও করিয়ে একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক।
advertisement
1/8
মারাদোনার পর পেলেকেও ধরে ফেললেন মেসি, বিশ্বকাপে একের পর এক কীর্তি লিওর
তিনি আরও বলেছেন, ‘‘মনে হয় এর চেয়ে আগে আর নিয়ে যেতে পারব, আর এভাবে শেষ করার জন্য এটাই সেরা মুহূর্ত৷’’ Photo- AP 
advertisement
2/8
FIFA World Cup 2022 Final will be last match for Lionel Messi - Photo- AP
advertisement
3/8
#কলকাতা: রিটায়ারমেন্ট নিয়ে বড় বয়ান সামনে চলেই এল৷ জল্পনা ছিল ফিফা বিশ্বকাপ ২০২২ -এ র পর রিটায়েরমেন্ট ঘোষণা করবেন একাধিক তারকা৷ তারমধ্যে লিওনেল মেসি ঘোষণা করে দিলেন বিশ্বকাপ ফাইনালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে আর মাঠে নামবেন না৷ অর্থাৎ রবিবারই শেষবার এমএল টেনকে অ্যালবিসেলস্তের হয়ে খেলতে দেখতে পাবেন সারা বিশ্বের ফুটবল ফ্যানরা৷ Photo- AP 
advertisement
4/8
নিজে গোল করছেন অন্যকে দিয়ে গোল করাচ্ছেন একজন প্রকৃত নায়ক যেরকম হয় মেসি সেই আদর্শ নায়ক৷ সেমিফাইনালের পর আর্জেন্টাইন সংবাদমাধ্যম আউটলেট ডিয়ারিয়ো ডেপোর্টিবো অলকে জানিয়েছেন, ‘‘আমার দারুণ অনুভূতি হচ্ছে, আমাদের দল ফাইনালে পৌঁছে গেছে৷ ফাইনালে আমি আমার শেষ খেলা খেলে নিজের বিশ্বকাপ যাত্রা শেষ করব৷’’ Photo- AP 
advertisement
5/8
advertisement
6/8
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আবার বুঝিয়ে দিলেন বয়স লিওনেল মেসির কাছে শুধু একটা সংখ্যা মাত্র
advertisement
7/8
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে ও করিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন মেসি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একটি গোলে অ্যাসিস্ট করে মেসি প্রথম ফুটবলার হয়েছেন, যিনি বিশ্বকাপের চারটি ম্যাচে নিজে গোল করেছেন এবং গোল করিয়েছেন।
advertisement
8/8
সেদিন ম্যাচ শেষে মেসি যখন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় স্ট্রাইকার ভাউচ ওয়েগহর্স্ট তাঁর কাছাকাছি ছিলেন। তখনই মেসি উত্তেজিত হয়ে তাঁকে স্প্যানিশ ভাষায় কড়া কথা শোনান। সেটাই এখন ট্রেন্ডিং।
বাংলা খবর/ছবি/খেলা/
মারাদোনার পর পেলেকেও ধরে ফেললেন মেসি, বিশ্বকাপে একের পর এক কীর্তি লিওর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল