মারাদোনার পর পেলেকেও ধরে ফেললেন মেসি, বিশ্বকাপে একের পর এক কীর্তি লিওর
- Published by:Sudip Paul
Last Updated:
ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালের টিকিট পাকা করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেমি ফাইনালে গোল করে ও করিয়ে একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক।
advertisement
1/8

তিনি আরও বলেছেন, ‘‘মনে হয় এর চেয়ে আগে আর নিয়ে যেতে পারব, আর এভাবে শেষ করার জন্য এটাই সেরা মুহূর্ত৷’’ Photo- AP
advertisement
2/8
FIFA World Cup 2022 Final will be last match for Lionel Messi - Photo- AP
advertisement
3/8
#কলকাতা: রিটায়ারমেন্ট নিয়ে বড় বয়ান সামনে চলেই এল৷ জল্পনা ছিল ফিফা বিশ্বকাপ ২০২২ -এ র পর রিটায়েরমেন্ট ঘোষণা করবেন একাধিক তারকা৷ তারমধ্যে লিওনেল মেসি ঘোষণা করে দিলেন বিশ্বকাপ ফাইনালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে আর মাঠে নামবেন না৷ অর্থাৎ রবিবারই শেষবার এমএল টেনকে অ্যালবিসেলস্তের হয়ে খেলতে দেখতে পাবেন সারা বিশ্বের ফুটবল ফ্যানরা৷ Photo- AP
advertisement
4/8
নিজে গোল করছেন অন্যকে দিয়ে গোল করাচ্ছেন একজন প্রকৃত নায়ক যেরকম হয় মেসি সেই আদর্শ নায়ক৷ সেমিফাইনালের পর আর্জেন্টাইন সংবাদমাধ্যম আউটলেট ডিয়ারিয়ো ডেপোর্টিবো অলকে জানিয়েছেন, ‘‘আমার দারুণ অনুভূতি হচ্ছে, আমাদের দল ফাইনালে পৌঁছে গেছে৷ ফাইনালে আমি আমার শেষ খেলা খেলে নিজের বিশ্বকাপ যাত্রা শেষ করব৷’’ Photo- AP
advertisement
5/8
advertisement
6/8
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আবার বুঝিয়ে দিলেন বয়স লিওনেল মেসির কাছে শুধু একটা সংখ্যা মাত্র
advertisement
7/8
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে ও করিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন মেসি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একটি গোলে অ্যাসিস্ট করে মেসি প্রথম ফুটবলার হয়েছেন, যিনি বিশ্বকাপের চারটি ম্যাচে নিজে গোল করেছেন এবং গোল করিয়েছেন।
advertisement
8/8
সেদিন ম্যাচ শেষে মেসি যখন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় স্ট্রাইকার ভাউচ ওয়েগহর্স্ট তাঁর কাছাকাছি ছিলেন। তখনই মেসি উত্তেজিত হয়ে তাঁকে স্প্যানিশ ভাষায় কড়া কথা শোনান। সেটাই এখন ট্রেন্ডিং।