Vinod Kambli: 'মদ, সিগারেট, মহিলা সঙ্গ ছাড়ো', শুনেই কাম্বলি বলেন, 'আপনার সময় হয়ে এসেছে'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Vinod Kambli- শোনা যায়, সেই কাম্বলিকে একবার শুধরে যাওয়ার পরামর্শ দিতে গিয়েছিলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। কিন্তু জবাবে তিনি যা শুনেছিলেন কাম্বলির কাছে, তা অবাক করার মতো।
advertisement
1/6

বিনোদ কাম্বলির জীবন সব সময়েই বিতর্কে মোড়া৷ জীবনের সব অধ্যায়েই তিনি যা কাজ করেছেন তাতেই লেগেছে দাগ৷ পেশাদার জীবনের মতো তাঁর ব্যক্তিগত জীবনেও অনেক বিতর্ক লেগে রয়েছে৷ নোয়েলা লুইসের সঙ্গে বিনোদ কাম্বলির প্রথম বিয়ে৷ বিনোদ কাম্বলির প্রথম বিয়ে হয় পুনের হোটেল ব্লু ডায়মন্ডের রিসেপশনিস্ট নোয়েলা লুইসের সঙ্গে। তাঁদের দাম্পত্য স্বল্পস্থায়ী ছিল। দম্পতি বিয়ের অল্প দিন পরেই আলাদা হয়ে যান।
advertisement
2/6
প্রতিভা ছিল তাঁর। এমনকী সুযোগও পেয়েছিলেন। তবে কাজে লাগাতে পারেননি। ধীরে ধীরে তিনি ডুবে যান মদের নেশায়। এর পর আর জীবনের মূল স্রোতে ফিরতে পারেননি। বিনোদ কাম্বলিকে প্রতিভাবান ক্রিকেটার বলেই মনে করতেন অনেকে। ভারতীয় ক্রিকেটের বিস্মৃত প্রতিভা হয়ে রইলেন তিনি।
advertisement
3/6
প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন কাম্বলি। তার উপর আর্থিক সমস্যা। একটা সময় চিকিৎসার খরচও ছিল না তাঁর কাছে। সেই কাম্বলি এখন আগের থেকে অনেকটাই সুস্থ। অনেকেই তাঁকে আর্থিক সাহায্য করেছিলেন।
advertisement
4/6
শোনা যায়, সেই কাম্বলিকে একবার শুধরে যাওয়ার পরামর্শ দিতে গিয়েছিলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। কিন্তু জবাবে তিনি যা শুনেছিলেন কাম্বলির কাছে, তা অবাক করার মতো।
advertisement
5/6
যোগরাজ সিং বলেন, ‘আমি একবার বিনোদ কাম্বলিকে বলেছিলাম, পার্টি করা, সিগারেট খাওয়া, মেয়েদের সঙ্গে ঘোরা- এই সব বন্ধ করে দাও, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। ও কথা শোনেনি। দেখুন ওর এখন কী দশা হয়েছে। ও বলেছিল, স্যার, আপনার সময় শেষ। ও ভাবত, আমিই রাজা।’
advertisement
6/6
প্রস্রাবের সংক্রমণ, মস্তিষ্কে জমাট বাঁধা এবং হৃদরোগের সমস্যা ছিল কাম্বলির। হাসপাতালে ভর্তি হতে হয়। বহুদিন ধরেই শারীরিক ও আর্থিক সমস্যায় ভুগছেন তিনি। আর কখনওই তিনি কারও পরামর্শ শোনেননি বলে জানা যায়।