TRENDING:

England Vs West Indies In WT20: নামেই বিশ্বচ্যাম্পিয়ন! শুরুতেই কাত 'বড় দল', পাড়ার টিমের মতো ৫৫-তে অলআউট

Last Updated:
England vs West Indies Match Updates: দলে বাঘা বাঘা ব্যাটসম্যান। এদিকে বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমে ৫৫ রানে অলআউট।
advertisement
1/5
নামেই বিশ্বচ্যাম্পিয়ন! শুরুতেই কাত 'বড় দল', পাড়ার টিমের মতো ৫৫-তে অলআউট
নামেই তা হলে বিশ্বচ্যাম্পিয়ন! দলে কি না ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেলের মতো বাঘা বাঘা ব্যাটসম্যান। এদিকে, ২০১৬ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল কি না মাত্র ৫৫ রান অলআউট!
advertisement
2/5
২০১৬ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই হারের বদলা এবার টি-২০ বিশ্বকাপের শুরুতেই নিয়ে নিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে তারা সাত উইকেটে হারাল. তাও ৭০ বল বাকি থাকতেই।
advertisement
3/5
ক্রিস গেইল ১৩, কায়রন পোলার্ড ৬, আন্দ্রে রাসেল ০, ডোয়েন ব্রাভো ৫। একমাত্র গেইল দুই অঙ্কের ঘরে রান করলেন। এদিকে খাতায়-কলমে ওয়েস্ট ইন্ডিজ কিনা টি-২০ স্পেশালিস্ট দল। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসাবেও তাদের ধরেছেন অনেকে। অথচ শুরুতেই এমন হোঁচট খেল তারা।
advertisement
4/5
আদিল রাশিদ এদিন একাই শেষ করে দিলেন ক্যারিবিয়ান ইনিংস। তুলেন চারটি উইকেট। মঈন আলি পেলেন ২টি উইকেট। শুরু থেকেই নিয়মিত উইকেট খোয়াতে থাকে ওয়েস্ট ইন্ডিজ।
advertisement
5/5
২০০৯, ২০১০ ও ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার। এর পর ২০১৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দুবার হারায় ইংল্যান্ডকে। শেষমেশ ছবারের চেষ্টায় টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ানদের হারাল ব্রিটিশরা।
বাংলা খবর/ছবি/খেলা/
England Vs West Indies In WT20: নামেই বিশ্বচ্যাম্পিয়ন! শুরুতেই কাত 'বড় দল', পাড়ার টিমের মতো ৫৫-তে অলআউট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল