TRENDING:

KKR News: সন্ধ্যাবেলায় ইডেনে শুরু মহারণ, পিচ নিয়ে রহস্য খুলে গেল, সুবিধা পাবে কারা

Last Updated:
KKR News: ইডেনের পিচ নিয়ে মেগা আপডেট
advertisement
1/8
সন্ধ্যাবেলায় ইডেনে শুরু মহারণ, পিচ নিয়ে রহস্য খুলে গেল, সুবিধা পাবে কারা
কেকেআর আগের বার ইডেন গার্ডেন্সের হোম পিচ নিয়ে রীতিমতো না খুশ ছিলেন নীতিশ রানা৷ আগের বার শ্রেয়স আইয়ার চোটের কারণে নীতিশ রানা কেকেআরের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন৷ কিন্তু তিনিই জানিয়েছিলেন কেকেআর যে পিচে খেলেছিল সেটা মনোমত ছিল না৷
advertisement
2/8
তিনি বলেছিলেন কেকেআর ছাড়া বাকি সব ফ্রাঞ্চাইজিদের দলই তাদেরহোমগ্রাউন্ডে হোম অ্যাডভানটেজ পায়৷ গতবারের এই কাহিনী এখানেই শেষ হয়েছে একেবারেই ভাববেন না৷ নতুন মরশুমের শুরুতেই আবার বিতর্ক তৈরি হয়ে গেছে৷
advertisement
3/8
পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় কেকেআর বনাম এসআরএইচ ম্যাচের আগেই বলে দিয়েছেন , ‘‘এরকম কোনও প্রশ্নই নেই হোম টিমকে ফেভার করার, আমি এটা গত বছর বলেছিলাম, আমি এটা আবার বলছি, এরকম কোথাও বলা নেই যে হোম টিমকে পিচের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে হবে৷ ’’
advertisement
4/8
টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে এই খবর জানিয়েছেন সুজন মুখোপাধ্যায়৷ সাধারণ ভাবে বিভিন্ন গ্রাউন্ডের পিচ নানারকমের চরিত্রের হয়৷ এবং একাধিক মাঠে নিজেদের হোম টিমকে বিশেষভাবে সাহায্য করা হয়৷
advertisement
5/8
কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ প্রধানত ব্যাটিং সহায়ক, পাশাপাশি পিচ বাউন্সি এবং বলও ক্যারি হয়৷ এবং ম্যাচ এগোলে পিচে স্পিন হয়৷
advertisement
6/8
কেকেআর ২০১২, ২২০১৪ তে আইপিএল চ্যাম্পিয়ন হয়৷ গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কেকেআর সেই ট্রফি জিতেছিল৷ পীযূষ চাওলা, শাকিব আল হাসান, সুনীল নারিন সেই সময় বোলিং দিয়েই বিপক্ষদের কাত করতেন এবার কী ফের গৌতম গম্ভীরের মেন্টরশিপে সেইভাবে কেকেআর নিজেদের প্রধান অস্ত্র দিয়ে কি আইপিএলে সেরাটা বার করে নিতে পারবে৷
advertisement
7/8
সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘কেকেআরের সাধারণত স্পিনে ভারী দল হয়৷ তবে এবার তাদের দলের সেরা অস্ত্র মিচেল স্টার্ক যাকে ২৪.৭৫ টাকায় কেনা হয়েছিল৷ তিনি একজন পেসার, আমি কেকেআরের পক্ষ থেকে কোনও নির্দেশও পায়নি৷’’
advertisement
8/8
কেকেআরই গত মরশুমের একমাত্র দল যারা মোট স্পিন ওভার খেলিয়েছিলেন, কিন্তু বাকি সমস্ত দল তার চেয়ে বেশি পেস ওভার খেলেছিল৷
বাংলা খবর/ছবি/খেলা/
KKR News: সন্ধ্যাবেলায় ইডেনে শুরু মহারণ, পিচ নিয়ে রহস্য খুলে গেল, সুবিধা পাবে কারা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল