Sourav Ganguly inaugurates Durga Puja: শারদোৎসবের আনন্দে সস্ত্রীক মহারাজ, উদ্বোধন করলেন পাড়ার পুজো
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Sourav Ganguly inaugurates Durga Puja: এ বছরও পাড়ার পুজো উদ্বোধন করলেন মহারাজ। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা।
advertisement
1/7

বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো বিগত সিকি দশকের বেশি সময় ধরে পরিচিত ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজো’ হিসেবে।
advertisement
2/7
এ বছরও পাড়ার পুজো উদ্বোধন করলেন মহারাজ। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা।
advertisement
3/7
তৃতীয়ার সন্ধ্যায় সৌরভ সেজেছিলেন সাদা পোশাকে। ডোনার পরনে ছিল কালো শাড়ি।
advertisement
4/7
অতীতেও শারদ আনন্দে পাড়ার পুজোয় সক্রিয়ভাবে দেখা গিয়েছে দাদাকে।
advertisement
5/7
ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেও পাড়ার দুর্গাপুজোর মণ্ডপে ঢাক বাজিয়েছেন তিনি।
advertisement
6/7
যাঁরা প্লেয়ার্স কর্নারের পুজো দেখতে যান, তাঁদের কাছে বাড়তি আকর্ষণ মহারাজ-দর্শন।
advertisement
7/7
এ বারও সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতিতে জমজমাট বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো।