East Bengal vs Mohun Bagan: নন্দকুমার থামাল মোহনবাগানের বিজয় রথ, রইল ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের সেরা মুহূর্তগুলি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Durand Cup 2023 East Bengal vs Mohun Bagan full match Highlights: সাড়ে চার বছরের অপেক্ষার অবসান। অবশেষে নন্দকুমারের গোলে ডার্বি জয়ের খরা কাটল ইস্টবেঙ্গলের। ভারতীয় তারকার একক দক্ষতার গোলে ডুরান্ড কাপে গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগানকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল।
advertisement
1/7

সাড়ে চার বছরের অপেক্ষার অবসান। অবশেষে নন্দকুমারের গোলে ডার্বি জয়ের খরা কাটল ইস্টবেঙ্গলের।
advertisement
2/7
ভারতীয় তারকার একক দক্ষতার গোলে ডুরান্ড কাপে গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগানকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল।
advertisement
3/7
মোহনবাগানের টানা ৮ ডার্বি জয়ের দৌড়ে ফুলস্টপ লাগালেন নন্দকুমার। চোখ ধাঁধানো গোলে পরাস্ত করেন বিশাল কাইথকে।
advertisement
4/7
ম্যাচের ৬০ মিনিট প্রতি আক্রমণে উঠে দুরন্ত গোল করেন লাল-হলুদের নন্দকুমার। অনিরুদ্ধ থাপা ডজ দিয়ে বাঁ-পায়ে বাঁকানো শটে চোখ ধাঁধানো গোল করে নন্দকুমার
advertisement
5/7
শুধু নন্দকুমার নয়, ইস্টবেঙ্গল রক্ষণে নজর কেড়েছেন হরমনজিৎ খাবড়া। নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার।
advertisement
6/7
২০১৯ সালের ২৭ জানুয়ারি। ইস্টবেঙ্গল শেষ বার ডার্বি জিতেছিল। এরপর ২০২৩ সালের ১২ অগাস্ট ফের যুবভারতী দেখল ডার্বির রং লাল-হলুদ।
advertisement
7/7
ম্যাচের শেষ বাঁশি বাজতেই ইস্টবেঙ্গল গ্যালারির উচ্ছ্বাস ছিল দেখার মতন। যেই দৃশ্য বহু দিন েদখা যায়নি সল্টলেক স্টেডিয়ামে।