Virat Kohli: বিরাট কোহলির টি-২০ কেরিয়ার শেষ? খেলবেন না বিশ্বকাপ! ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বিসিসিআই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Doubts over Virat Kohli's participation in T20 World Cup 2024: বিরাট কোহলিকে নিয়ে শুরু নতুন জল্পনা। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে কি কেলবেন কোহলি? বিরাটের কি টি-২০ কেরিয়ার শেষ হয়ে গেল? ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
advertisement
1/6

ক্রিকেট বিশ্বকাপের পর বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের সিরিজে খেলবেন না বিরাট। টেস্ট সিরিজ থেকে দলে ফিরবেন।
advertisement
2/6
এরইমধ্যে বিরাট কোহলিকে নিয়ে শুরু নতুন জল্পনা। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে কি কেলবেন কোহলি? বিরাটের কি টি-২০ কেরিয়ার শেষ হয়ে গেল? ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
advertisement
3/6
টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করে একটা প্ল্যানিং তৈরি করতে চাইছে বিসিসিআই। সেই কারণেই বিরাট কোহলি, রোহিত শর্মার মত সিনিয়র ক্রিকেটাররা খেলবেন কিনা তা জানতে চাইছে বোর্ড।
advertisement
4/6
২০২২ টি-২০ বিশ্বকাপের পর আর টি-২০ ক্রিকেট খেলেননি কোহলি। বিরাট আগামী বছর টি-২০ বিশ্বকাপে খেলবেন কিনা এখনও নিজের কোনও সিদ্ধান্ত জানায়নি। তবে বিরাট কোহলির সঙ্গে কথা না বলে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না ক্রিকেট বোর্ড।
advertisement
5/6
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন," বিরাট কোহলিকে টি-২০ দলে বর্তমানে জায়গা করে দেওয়া কঠিন। তবে ভারতীয় দলের ম্যানেজমেন্ট এখনই কোনও রকম সিদ্ধান্ত নিতে রাজি নয়। আগে বিরাটের সঙ্গে কথা বলা হবে। ও কী সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিরাটের খেলা।"
advertisement
6/6
প্রসঙ্গত, বিরাট কোহলি ভারতের তথা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান শিকারী। ১১৫টি ম্যাচে তিনি মোট ৪ হাজার ৮ রান করেছেন। ব্যাটিং গড় ৫২.৭৪ ও স্ট্রাইক রেট ১৩৭.৯৭। টি-২০ তে তিনি ৩৭টা হাফসেঞ্চুরি ও একটা সেঞ্চুরি করেছেন। তাঁর সর্বোচ্চ রান ১২২।