শাহরুখ খান কার কথায় কেকেআর দল কেনেন? নামটা শুনলে অবাক হবেন, গ্যারান্টি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shahrukh Khan- শাহরুখ কি তবে কথায় কথায় বুঝিয়ে দিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কলকাতা ফ্রাঞ্চাইজি কিনতে রাজি হয়েছিলেন!
advertisement
1/6

জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা একবার হঠাৎ করেই শাহরুখকে প্রশ্ন করেন, আপনি মুম্বইয়ের বাসিন্দা হয়ে আইপিএলে কলকাতার দল কিনলেন কেন? এর পিছনে কি কোনও আলাদা কারণ রয়েছে!
advertisement
2/6
ভাল সময়ে হোক বা খারাপ, শাহরুখ খান সব সময়ই দলের পাশে থেকেছেন। ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর শাহরুখ বলেছিলেন, তিনি পারলে এই দলটাকে আজীবন রেখে দিতে চান। তবে সেটা তিনি পারলেন না। চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার দল ছেড়েছেন। ২০২৫-এ আইপিএলে নামবে অন্য কেকেআর।
advertisement
3/6
এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, আমার কেকেআর দলটা কেনার কারণ খুবই সহজ এবং সাধারণ। দিল্লিতে কোনও অনুষ্ঠান হলেই বিনামূল্যে প্রচুর পাস বিলি করতে হয়। তুমিও সেটা দেখছো নিশ্চয়ই। ফলে দিল্লির স্টেডিয়াম থেকে তেমন উপার্জনই হয় না। আর ওয়াংখেড়েতে আমার ঢুকতে বাধা। তাই আমি যেখানে মমতা পেয়েছি, সেখানেই চলে গিয়েছিলাম।’
advertisement
4/6
শাহরুখ খান সেদিন ঘুরিয়ে কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই বলেছিলেন! এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাহরুখের ভাল সম্পর্ক। তাই কি মমতার ডাকে কলকাতায় দল কিনেছিলেন শাহরুখ!
advertisement
5/6
শাহরুখ কি তবে কথায় কথায় বুঝিয়ে দিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কলকাতা ফ্রাঞ্চাইজি কিনতে রাজি হয়েছিলেন! যদিও কিং খান সেদিন সরাসরি কিছুই বলেননি।
advertisement
6/6
কেকেআরের যে কোনও ক্রিকেটার বরাবর বলে এসেছেন, শাহরুখকে সব সময় তাঁরা পাশে পান। দল হারলেও কোনও ক্রিকেটারের উপর কখনও ক্ষোভপ্রকাশ করেন না শাহরুখ।