দ্রাবিড়, গম্ভীর..! এবার ভারতীয় দলের কোচ কে? উঠে আসছে একটাই বড় নাম...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir- এর আগেও ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ছিল ভিভিএস লক্ষ্মণের কাছে। তবে জাতীয় অ্যাকাডেমির প্রধান তখন আগ্রহ দেখাননি।
advertisement
1/6

শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ছাড়া গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হয়ে এসে এখনও পর্যন্ত তেমন কোনও বড় সাফল্য পাননি। উল্টে ব্যর্থতার তালিকায় ক্রমেই দীর্ঘ হচ্ছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ, সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ৩-১ ব্যবধানে সিরিজ হার।
advertisement
2/6
ভারতীয় দলে কি আবার কোচবদল হবে! পরিস্থিতি যা তাতে তেমনটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ পারফরম্যান্স-এর বিচার করলে গম্ভীরের ঝুলি এখনও শূন্য। ফলে তাঁর ভবিষ্যৎ কী, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
advertisement
3/6
রাহুল দ্রাবিড় টি-২০ বিশ্বকাপ জয়ের পর সরে দাঁড়ানোয় ভারতীয় দলের কোচ হয়েছিলেন গম্ভীর। আইপিএলে তিনি কেকেআরের কোচ হিসেবে সফল। তবে ভারতীয় দলের কোচ হয়ে এসে তাঁর ব্যর্থতার সফর যেন শেষই হচ্ছে না!
advertisement
4/6
এখন প্রশ্ন হল, গম্ভীরকে যদি সত্যি কোচের পদ থেকে সরিয়ে দেয় বিসিসিআই, তা হলে তাঁর উত্তরসূরি কে হবেন! এক্ষেত্রে একজনের নামই শোনা যাচ্ছে। আর তিনিই ভারতীয় ক্রিকেটের বড় তারকা।
advertisement
5/6
এর আগেও ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ছিল ভিভিএস লক্ষ্মণের কাছে। তবে জাতীয় অ্যাকাডেমির প্রধান তখন আগ্রহ দেখাননি। একাধিকবার স্ট্যান্ড-ইন কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তবে এবার তাঁকে পাকাপাকিভাবে কোচের পদে দেখা যায় কি না সেটাই দেখার।
advertisement
6/6
লক্ষ্মণের পাশাপাশি আরও একজনের নাম অবশ্য ভেসে উঠছে। তিনি রবি শাস্ত্রী। ভারতীয় ক্রিকেটে ক্রাইসিস ম্যান নামে যিনি পরিচিত! ২০০৭ সালে তিনি ছিলেন অন্তর্বর্তী হেড কোচ, ২০২৪-০৬ পর্যন্ত ছিলেন দলের টিম ডিরেক্টর। ২০১৭-২১ পর্যন্ত তিনি ছিলেন হেড কোচ।