আল নাসেরের হয়ে কবে মাঠে নামবেন রোনাল্ডো, জানা গেল সম্ভাব্য দিনক্ষণ
- Published by:Sudip Paul
Last Updated:
বিপুল টাকার বিনিময়ে মরসুমের মাঝে আল নাসের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে নিয়েছে। তবে শাস্তির কারণে এখনও মাঠে নামা হয়নি সিআরসেভেনের। কবে মাঠে নামবেন সিআরসেভেন, পাওয়া গেল তার আভাস।
advertisement
1/5

আড়াই বছরের জন্য আল নাসেরের সঙ্গে ফুটবলার হিসেবে চুক্তি সই করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারেন পর্তুগীজ মহাতারকা।
advertisement
2/5
ইউরোপে থেকে অভ্যাস। সৌদি আরবের গরমে যাতে রোনাল্ডোর কষ্ট না হয় সেই কারণে পাম গাছ দিয়ে মরুভূমি ঘেরা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির এসিও ব্যবহার করা হচ্ছে। রোনাল্ডোর সন্তানদের পড়াশোনার জন্য আল নাখিলের রয়েছে একাধিক আন্তর্জাতিক স্কুল।
advertisement
3/5
সেই কারণেই বিশ্বকাপের পর আল নাসেরে যোগ দিলেও এখনও মাঠে নামা হয়নি সিআরসেভেনের। ৬ জানুয়ারি নতুন ক্লাবের একটি ম্যাচ গ্যালারিতে বসেই দেখতে হয়েছে। ১৪ জানুয়ারি আল নাসেরের ম্যাচেও মাঠের বাইরেই থাকতে হবে পর্তুগীজ মহা তারকাকে।
advertisement
4/5
সৌদি আরবের আইনে রোনাল্ডো-জর্জিনার সম্পর্ক অবৈধ, তাহলে কি শাস্তি হবে সিআরসেভেনের
advertisement
5/5
প্রসঙ্গত, সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করেছেন তিনি। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৭৭৬ কোটি। এখন নতুন ক্লাবের হয়ে মাঠে নামার অপেক্ষায় সিআরসেভেন।