সারা আলি খান, সারা তেন্ডুলকর অতীত! শুভমানের সঙ্গে জুড়ে গেল রশ্মিকার নাম
- Published by:Suman Majumder
Last Updated:
Shubman Gill And Rashmika Mandanna: সারা আলি খান নাকি রশ্মিকা মান্দানা! কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শুভমান গিল!
advertisement
1/5

সারা আলি খান, সারা তেন্ডুলকরের সঙ্গে তাঁর নাম জুড়েছিল। শুভমান গিলের নাম এবার জুড়ল দক্ষিণের জনপ্রিয় নায়িকা রশ্মিকা মান্দানার সঙ্গে।
advertisement
2/5
গত কয়েকদিন ধরে শুভমনাকে নিয়ে একটি কথা রটে যায়। রশ্মিকা মান্দানা নাকি তাঁর ক্রাশ! এবার সেই ব্য়াপারে কথা বললেন ভারতীয় দলের তারকা ওপেনার।
advertisement
3/5
শুভমান জানিয়েছেন, কোনও এক মিডিয়া তাঁর সঙ্গে রশ্মিকা মান্দানার নাম জুড়ে দিয়েছে। এই ব্যাপারে তিনি নিজেও কিছুই জানেন না।
advertisement
4/5
এর আগে একটি পাঞ্জাবি শো-তে সঞ্চালক তাঁকে প্রশ্ন করেছিলেন, শুভমান কি সত্যিই সারাকে ডেট করছেন! শুভমান সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন, maybe.
advertisement
5/5
অনেকেই রশ্মিকা মান্দানাকে ন্যাশনাল ক্রাশ বলেন। শুভমান এর আগে বলেছিলেন, রশ্মিকাকে তাঁরও ভাল লাগে। তবে এখন তিনি ১৮০ ডিগ্রি ঘুরে জানিয়েছেন, পুরোটাই রটনা।