বিরাট কোহলিকে কথা দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়
Last Updated:
দারুণ খুশি
advertisement
1/6

বিরাট কোহলি চমকে যাবেন , পাশাপাশি দারুম খুশি হবেন , ভারত বনাম বাংলাদেশ টেস্টের আগে এমনটাই বলেছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ Photo- PTI
advertisement
2/6
ইডেন গার্ডেন্সে হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ পিঙ্ক টেস্ট ৷ ভারতে এই প্রথম দিন-রাতের টেস্ট ৷ Photo Courtesy- CAB/ Twitter
advertisement
3/6
সৌরভ বিরাট কোহলি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন , ও দারুণ খেলোয়াড় ও একদম দর্শকপূর্ণ মাঠের সামনে খেলার যোগ্য দাবিদার ৷ প্রথম দিন থেকেই ব্যাট করতে নামার সময় দুই দলই ভরা গ্যালারি দেখতে পাবে ৷ Photo Courtesy- CAB/ Twitter
advertisement
4/6
ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে মাঠ ফাঁকা ছিল , এই টেস্ট সেরকম হবে না ৷ ইতিমধ্যেই প্রথম তিনদিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে ৷ টেস্ট ক্রিকেটকে বাঁচাতে এই পদক্ষেপ অনেকটা এগিয়ে নিয়ে যাবে এমনটাই মত সৌরভের ৷ Photo Courtesy- CAB/ Twitter
advertisement
5/6
সারা পৃথিবীতে এই বিষয়টি শুরু হয়ে গেছে ,কোথাও থেকে এই বিষয়টা শুরু হতেই হত ৷ ‘ভারত-পাকিস্তান ম্যাচ পৃথিবীর যে প্রান্তেই হক স্টেডিয়াম ভরে যায় ৷ অন্য ম্যাচেও সেটা হওয়া দরকার ৷ Photo Courtesy- CAB/ Twitter
advertisement
6/6
ভারত বনাম বাংলাদেশ ম্যাচে প্রথম তিন হাউসফুল হওয়ায় দারুণ খুশি কলকাতা প্রিন্স দাদা ৷ Photo Courtesy- CAB/ Twitter