বায়োপিকে নিজের চরিত্রে কাকে পছন্দ খোলসা করলেন স্বয়ং সৌরভ
Last Updated:
দাদা-র ফ্যান, তাহলে এই খবরটি জানুন
advertisement
1/5

সৌরভ গঙ্গোপাধ্যায় আপমোড় বাঙালি ক্রিকেটভক্তই দাদা-র ফ্যান ৷ আর যাঁরা ক্রিকেট ফ্যান ছিলেন না তাঁরাও দাদা-র সূত্র ধরে ক্রিকেট ভালোবাসতে শিখে গেছেন ৷ সম্প্রতি দাদা এক সাক্ষাৎকারে নিজের বায়োপিক নিয়ে খোলামেলা কথা বলেছেন ৷ Photo- Sourav Ganguly / Instagram Handle
advertisement
2/5
মেরি কম থেকে ধোনি দ্য আনটোল্ড স্টোরি একাধিক স্পোর্টস পার্সনের বায়োপিক সিলভার স্ক্রিনে ধুম মাচাচ্ছে ৷ এই অবস্থায় দাদা-র বায়োপিক কি হচ্ছে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ৷
advertisement
3/5
বলিউডের পাইপলাইনে এখন একাধিক বায়োপিক রয়েছে ৷ যার মধ্যে সাইনা নেহওয়াল অন্যতম ৷
advertisement
4/5
সৌরভের বায়োপিক তৈরির কোনও খবর অবশ্য এখনও আসেনি ৷ তবে দাদা জানিয়েছেন তিনি চান হৃতিক রোশন তাঁর চরিত্রে অভিনয় করুন ৷ কারণ দাদার পছন্দের অভিনেতা হৃতিক ৷
advertisement
5/5
হৃতিক রোশনের এই বছরটা খুবই ভালো গেছে৷ ওয়ার ছবিটি বক্স অফিসে ধামাল মাচিয়েছে আর সুপার থার্টি ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে ৷ এই অবস্থায় দাদা তাঁর চরিত্রে অভিনয়ের জন্য হৃতিক রোশনকে বেছে নেওয়ায় খুশি তাঁর ফ্যানরাও ৷