TRENDING:

চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছে ঘরে, ঐতিহাসিক জয়ের পর মালামাল হয়ে গিয়েছে ভারতীয় দল! কে কত টাকা পেল? দেখে নিন সেই হিসাব

Last Updated:
ICC Champions Trophy Prize Money: এই নিয়ে তৃতীয় বারের জন্য এই ট্রফি এল ভারতে। আর এই জয়ের পর স্বাভাবিক ভাবেই ভারতীয় ক্রিকেট দলের উপর যেন অর্থের বর্ষণ হয়েছে!
advertisement
1/5
চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছে ঘরে, ঐতিহাসিক জয়ের পর মালামাল ভারতীয় দল! কে কত টাকা পেল?
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল। একের পর এক ম্যাচে সমস্ত দলকে রীতিমতো ধরাশায়ী করে ফাইনালে উঠে এসেছিল ভারত। আর ফাইনালে উঠে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাস্ত করেছে ভারত। যার ফলে বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। এই নিয়ে তৃতীয় বারের জন্য এই ট্রফি এল ভারতে। আর এই জয়ের পর স্বাভাবিক ভাবেই ভারতীয় ক্রিকেট দলের উপর যেন অর্থের বর্ষণ হয়েছে! (Photo Courtesy: ICC)
advertisement
2/5
দুবাইয়ের মাঠে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের মুকুট উঠেছে ভারতের মাথায়। ফলে কোটি কোটি টাকা অর্থ পুরস্কার পেয়ে গিয়েছে ভারতীয় দল। এদিকে টুর্নামেন্টের ঠিক আগে মোট ৬০ কোটি টাকা ঘোষণা করেছিল আইসিসি। টুর্নামেন্টে যেসব দল অংশগ্রহণ করেছে, তারা কে কত টাকা পেল, সেটাই দেখে নেওয়া যাক। (Photo Courtesy: ICC)
advertisement
3/5
২০০০, ২০১৩ এবং ২০২৫ - এই তিন বছর ভারতীয় ক্রিকেট দল জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অর্থ পুরস্কার হিসেবে জিতেছে ২.২৪ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা)। এদিকে ফাইনালে পরাজিত দল নিউজিল্যান্ড পেয়েছে ১১ লক্ষ ২০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯.৭২ কোটি টাকা)। (Photo Courtesy: ICC/Getty Images)
advertisement
4/5
এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল সেমি-ফাইনালে পরাজিত হয়েছিল। ফলে ওই দুই দলের হাতে এসেছে ৫ লক্ষ ৬০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪.৮৬ কোটি টাকা)। এর পাশাপাশি আবার যে ৮টি ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, তারা পেয়ে গিয়েছে ১ লক্ষ ২৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.০৮ কোটি টাকা)। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, এই বারের চ্যাম্পিয়ন্স ট্রফির অর্থ পুরস্কার গত বারের অর্থাৎ ২০১৭ সালে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় প্রায় ৫৩ গুণ বেশি। (Photo Courtesy: ICC)
advertisement
5/5
গ্রুপ রাউন্ডের ক্ষেত্রেও অর্থ পুরস্কার পেয়েছে ক্রিকেট দলগুলি। অর্থাৎ যে দলগুলি গ্রুপ রাউন্ডে জয়ী হয়েছে, তারা পেয়েছে ৩৪ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লক্ষ টাকা)। যে দলগুলি পঞ্চম এবং ষষ্ঠ স্থান অধিকার করেছে, সেই দলগুলি পেয়েছে ৩ লক্ষ ৫০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা)। এখানেই শেষ নয়, যে দলগুলি সপ্তম এবং অষ্টম স্থান অধিকার করেছে, তারা পেয়ে গিয়েছে ১ লক্ষ ৪০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.২ কোটি টাকা)। (Photo Courtesy: ICC/Getty Images)
বাংলা খবর/ছবি/খেলা/
চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছে ঘরে, ঐতিহাসিক জয়ের পর মালামাল হয়ে গিয়েছে ভারতীয় দল! কে কত টাকা পেল? দেখে নিন সেই হিসাব
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল