Womens Cricket : মাত্র ন’জন নিয়েই দাপট! কলকাতাকে ১৫৫ রানে উড়িয়ে রাজ্য স্কুল মহিলা ক্রিকেট সেমিফাইনালে বীরভূমের মেয়েরা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum : বহরমপুর স্টেডিয়ামে আয়োজিত অনূর্ধ্ব-১৯ রাজ্য স্কুল ক্রিকেটের ফাইনালে ওঠে বীরভূমের ছেলেরা। যদিও শেষ পর্যন্ত হাওড়ার কাছে হেরে রানার্স-আপ হয় দলটি।
advertisement
1/5

বীরভূম, সুদীপ্ত গড়াই: ৬৯তম অনূর্ধ্ব-১৭ পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে পৌঁছল বীরভূম। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আয়োজিত এই টুর্নামেন্টে উত্তর কলকাতাকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারায় তারা।
advertisement
2/5
কলকাতায় সিএবির ক্লাব ক্রিকেট শুরু হয়ে যাওয়ায় এই ম্যাচে মাত্র ন’জন খেলোয়াড় নিয়ে মাঠে নামতে হয় বীরভূমকে। কিন্তু সংখ্যাগত ঘাটতি সত্ত্বেও দুরন্ত পারফরম্যান্সে জয় ছিনিয়ে নেয় মেয়েরা। কোচ অভীক মণ্ডল এবং ম্যানেজার চিরঞ্জিৎ মণ্ডল জানান, এই জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
বহরমপুর স্টেডিয়ামে আয়োজিত অনূর্ধ্ব-১৯ রাজ্য স্কুল ক্রিকেটের ফাইনালে ওঠে বীরভূমের ছেলেরা। যদিও শেষ পর্যন্ত হাওড়ার কাছে হেরে রানার্স-আপ হয় দলটি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের ফলে বাংলার অনূর্ধ্ব-১৯ স্কুল ক্রিকেট দলে বড় সংখ্যায় বীরভূমের খেলোয়াড় থাকবেন বলে সূত্রের খবর।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
গঙ্গারামপুরের মাঠে উপস্থিত ছিলেন বীরভূমের স্কুল ক্রিকেটের দায়িত্বরত শিক্ষক ও বাংলা স্কুল ক্রিকেট দলের নির্বাচক চন্দন ঘোষ। মেয়েদের নজরকাড়া সাফল্যে তিনি বিশেষভাবে সন্তোষ প্রকাশ করেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই