ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা! সামনে এল বড় আপডেট! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণতকারী সব কটি দলকে ঘোষণা করতে হবে স্কোয়াড। ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিয়ে সামনে আসছে বড় আপডেট।
advertisement
1/6

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। আইসিসির নির্দেশ অনুযায়ী ১২ জানুয়ারির মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণতকারী সব কটি দলকে ঘোষণা করতে হবে স্কোয়াড। ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিয়ে সামনে আসছে বড় আপডেট।
advertisement
2/6
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ ও অস্ট্রেলিয়া সফরে লজ্জার হারের পর একাধিক প্লেয়ারের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। তালিকায় রয়েছে সিনিয়ররাও। ফলে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা সহজ কাজ নয় বিসিসিআইয়ের কাছে।
advertisement
3/6
আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতা শুরুর অন্তত এক মাস আগেই সাধারণত প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিতে হয় অংশগ্রহণকারী দেশগুলিকে। পরে প্রয়োজনমত রদবদলের স্বাধীনতা অবশ্য থাকে। কিন্তু এবার সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পাঁচ সপ্তাহ আগেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
4/6
ফলে বিপাকে পড়েছেন ভারতীয় নির্বাচকেরা। চলতি মাসের শেষ দিকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ। তারপর রয়েছে তিনটি একদিনের ম্যাচ। তিনটি ভিন্ন প্রতিযোগিতার জন্য একসাথে দল বাছতে বসে হিমশিম অবস্থা নির্বাচকমণ্ডলীর।
advertisement
5/6
সংবাদসংস্থা ক্রিকবাজ সূত্রে খবর যে আইসিসি’র কাছে বিশেষ আবেদন করবে বিসিসিআই। অনুরোধ করা হবে ডেডলাইন দিনকয়েক পিছিয়ে দেওয়ার। সদ্য দীর্ঘ অস্ট্রেলিয়া সফর শেষ হয়েছে ‘মেন ইন ব্লু’র। সেই নিয়ে ব্যস্ত থাকার কারণেই চটজলদি দলগঠন সম্ভব নয় বলে আইসিসি’কে জানাতে পারে বিসিসিআই।
advertisement
6/6
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল আগামী দুই দিনের মধ্যে ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকলেও ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে ১৮ বা ১৯ জানুয়ারি অবধি অপেক্ষা করতে পারে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী।