TRENDING:

T20 World Cup 2024: ৬ মাস আগেই ঠিক হয়ে গেল টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক! রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট

Last Updated:
Rohit Sharma May Lead Team India In T20 World Cup 2024: সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ থেকে আগামী বছর টি-২০ বিশ্বকাপে ভারতের অদধিনায়ক কে হতে পারেন? মিলল বড়সড় আপডেট।
advertisement
1/6
ঠিক হয়ে গেল টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক! রোহিতের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট
বিশ্বকাপ ফাইনালে হারের পর বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। সাময়ীকভাবে ক্রিকেট থেকে বিরতি নিলেও হিটম্যানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনার কোনও অন্ত নেই।
advertisement
2/6
সবথেকে বেশি রোহিত শর্মাকে নিয়ে যে বিষয়ে জল্পনা চলছিল যে ২০২৪ সালের জুনে হতে টি-২০ বিশ্বকাপে কী তিনি খেলবেন? আর খেললে টিম ইন্ডিয়ার নেতৃত্বের দায়িত্ব কী রোহিতের কাঁধেই থাকবে। সরকারি ঘোষণা না হলেও বিসিসিআইয়েপ পরিকল্পনার আভাস পাওয়া গিয়েছে। নিজের মতামতও পরিষ্কার করেছেন রোহিতও।
advertisement
3/6
সম্প্রতি রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিসিআই কর্তা ও নির্বাচকরা। সেখানে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে কাটাচেরা করা হয়। রোহিত-দ্রাবিড়কে প্রশ্ন করার পাশাপাশি রোহিতও সরাসরি কিছু প্রশ্ন করেন নির্বাচকদের।
advertisement
4/6
সংবাদমাধ্যম দৈনিক জাগরণের রিপোর্ট অনুযায়ী, ওই বৈঠকে জুম কলের মাধ্যমে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা। বৈঠকে নির্বাচকদের রোহিত শর্মা সরাসরি জিজ্ঞেস কেন টি-২০ বিশ্বকাপে তাঁকে দলে রাখার বা নেতৃত্বে রাখার কোনও পরিকল্পনা রয়েছে কিনা।
advertisement
5/6
এছাড়াও রোহিত শর্মা জানতে চান, আমাকে যদি দলে রাখার পরিকল্পনা থাকে বা নেতৃত্বে আমায় রাখেন তাহলে এখনই জানিয়ে দিন। তাহলে সেইভাবে পরিকল্পনা তৈরি করতে হবে ও নিজেকেও তৈরি করতে হবে। কীভাবে সামনের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে দেখতে চান নির্বাচকরা, তাও যেন জানানো হয়।
advertisement
6/6
রোহিতের এই মন্তব্যের পর বৈঠকে উপস্থিত সকলেই সহমত পোষণ করে জানিয়েছন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়ার সঠিক এবং যোগ্য ব্যক্তি রোহিত শর্মাই। ফলে খুব বড় অদল বদল না হলে টি-২০ বিশ্বকাপেও দলের নেতৃত্বের ব্যাটন থাকছে রোহিতের কাঁধে।
বাংলা খবর/ছবি/খেলা/
T20 World Cup 2024: ৬ মাস আগেই ঠিক হয়ে গেল টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক! রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল