TRENDING:

Ban in Playing IPL: বেশি ট্যাঁ ফোঁ নয়, ক্রিকেটারদের মর্জিতে লাগাম, আইপিএলে খেলাও আটকে দিতে পারে বোর্ড

Last Updated:
BCCI Strict Rules: বোর্ডের মেগা নিদানে কী হবে ক্রিকেটারদের, বেশি উল্টোপাল্টা দেখলে আইপিএল খেলাও বন্ধ করে দেবে বোর্ড
advertisement
1/15
বেশি ট্যাঁ ফোঁ নয়,ক্রিকেটারদের মর্জিতে লাগাম,আইপিএলে খেলাও আটকে দিতে পারে বোর্ড
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের হতশ্রী পারফরম্যান্সের পর ভারতীয় বোর্ড রীতিমতো ক্ষিপ্ত৷ আগেই ভারতীয় ক্রিকেটারদের পরিবার নিয়ে সফরে নিদান দিয়েছিল এবার এল দশ দফা নিয়মাবলী৷ যাতে একেবারে হাত-পা বেঁধে অনুশাসনের গণ্ডিতে ঢেকে দেওয়া হয়েছে ৷ সেই নিয়ম না মানলে চরম শাস্তির মুখোমুখি হতে হবে ক্রিকেটারদের৷
advertisement
2/15
ক্রিকেটাররা যদি বিসিসিআইয়ের বলে দেওয়া নিয়মাবলী ভাঙে তাহলে ক্রিকেটারদের  অবশ্যই নির্বাচন কমিটির চেয়ারম্যান এবং প্রধান কোচ দ্বারা পূর্ব-অনুমোদিত হতে হবে। যদি সম্মতি ছাড়া কোনওধরণের নিয়মের বিচ্যূতি করে ক্রিকেটাররা তাহলে BCCI মনে করলে সেই ক্রিকেটারের শাস্তিমূলক ব্যবস্থা হবে৷
advertisement
3/15
বিসিসিআই একজন খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার রেখেছে৷  এই শাস্তির মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সহ বিসিসিআই-র দ্বারা পরিচালিত সমস্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করার অধিকার রেখেছে৷
advertisement
4/15
বিসিসিআই যদি মনে করে ক্রিকেটারদের তাহলে আইপিএলে নাও খেলতে দিতে পারে৷
advertisement
5/15
বিসিসিআইয়ের প্লেয়ার চুক্তির অধীনে রিটেইনার বা ম্যাচ ফি কেটে নেওয়ার  শাস্তির বিষয়েও  নথিতে সতর্ক করা হয়েছে।
advertisement
6/15
বিসিসিআই নিজেদের নিয়মাবলীতে যে পয়েন্টগুলি বলেছে তাতে বলা হয়েছে,  খেলতেই হবে ঘরোয়া ম্যাচ: এবার থেকে সকল ক্রিকেটারদের জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এবং একইসঙ্গে সেন্ট্রাল কন্ট্র্যাক্টে যোগ্য হওয়ার জন্য ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। যাতে ক্রিকেটার খেলার মধ্যে থাকে ও ফিটনেস বজায় থাকে সেই কারণেই এই নিয়ম।
advertisement
7/15
সফর চলাকালীন পরিবারর সঙ্গে আলাদা ভ্রমণ নয়: বর্তমানে অনেকেই সিরিজ চলাকালীন দলের সঙ্গে না সফর করে পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে সফর করে থাকেন। এবার সেই বিষয়তেও নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ড। বিশেষ কোনও ক্ষেত্রে আগে থেকে অনুমতি নিতে হবে ক্রিকেটারদের।
advertisement
8/15
সফরে বাড়তি মালপত্র নিয়েও যাওয়া যাবে না: এবার থেকে কোনও সফরে যাওয়ার সময় প্লেয়াররা ৫টির বেশি ব্যাগ বহন করতে পারবে না। যার মধ্যে দুটি থাকতে হবে ক্রিকেটের সরঞ্জামের ও বাকি ৩টি ব্যক্তিগত জিনিসের। একইসঙ্গে এই ৫টি ব্যাগের ওজন যেন ১৫০ কেজির বেশি না হয়।
advertisement
9/15
বাড়তি জিনিসি নিলে নিজেকে খরচ বহন করতে হবে: কোনও বাড়তি জিনিসের এক বা একাধিক ব্য়াগ নেওয়ার প্রয়োজন হলে সেইগুলি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে পাঠাতে হবে। সেখান থেকে অনুমতি মিললেই তা নিয়ে যাওয়া যাবে। তবে বাড়তি ব্যাগের খরচ নিজেকেই বহন করতে হবে।
advertisement
10/15
ব্যক্তিগত সহকারি নেওয়া যাবে না: এবার থেকে ক্রিকেটাররা নিজেদের সঙ্গে কোনওরকম ব্যক্তিগত সহকারি নিয়ে ভ্রমণ করতে পারবে না। বোর্ড বাড়তি কোনও দায়িত্ব নিতে পারবে না। কেউ গেলে তাঁকে আলাদা যেতে হবে ও আলাদা থাকতে হবে।
advertisement
11/15
অনুশীলনে যোগ দেওয়া বাধ্যতামূলক: কোনও সিরিজের সময় নির্দিষ্ট অনুশীলনে যোগ দেওয়া সকল প্লেয়ারদের জন্য বাধ্যতামূলক। বোর্ড অপশনাল বললেও তখন কেউ তা নাও যোগ দিতে পারে। কিন্তু নিজে থেকে সিদ্ধান্ত নেওয়া কোনওভাবেই যাবে না।
advertisement
12/15
সিরিজের মাঝে শুটিং নয়: খেলোয়াড়দের চলতি সিরিজ বা সফরের সময় ব্যক্তিগত শুটিং বা বিজ্ঞাপনে অংশগ্রহণের অনুমতি থাকবে না। দলের ফোকাস ঠিক রাখতে ও ক্রিকেটারদের খেলার উপর দায়িত্ববোধ আরও বাড়াতই এই সিদ্ধান্ত বোর্ডের।
advertisement
13/15
পুরো সফরে পরিবার থাকতে পারবে না: বিদেশ সফরের সময় এবার ক্রিকেটারদের পরিবারের সদস্য পুরো সময় থাকতে পারবে না। দেড় মাসের বিদেশ সফরে ১৫ দিন একসঙ্গে থাকতে পারবেন পরিবারের সদস্যরা। যার খরচ বোর্ড দাবি। তারপর কোনও কারণে পরিবারের সদস্যদের থাকতে হলে সেই খরচ প্লেয়ারদেরই বহন করতে হবে। সফর চলাকালীন স্ত্রী-সন্তান-বাবা-মা ছাড়া আর কারও সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে না।
advertisement
14/15
বিসিসিআইয়ের কাজে উপস্থিতি বাধ্যতামূলক: বোর্ডের তরফ থেকে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হলে সেখানে উপস্থিতি বাধ্যতামূলক। খেলোয়াড়দের বিসিসিআই এর আনুষ্ঠানিক শুটিং, প্রচারের জন্য নিশ্চিতভাবে থাকতে হবে। তা না হলে বোর্ড সিদ্ধান্ত নেবে।
advertisement
15/15
পুরো সিরিজ দলের সঙ্গে থাকতে হবে: কোনও ব্যক্তিগত এমার্জেন্সি ছাড়া প্লেয়ারদের পুরো সিরিজ দলের সঙ্গে থাকতে হবে। ম্যাচের শিডিউল আগে শেষ হয়ে গেলেও দল ছেড়ে একা আসা যাবে না। কোনও ক্রিকেটারদের আর কোনও বাড়তি সুবিধা দেওয়া হবে না।
বাংলা খবর/ছবি/খেলা/
Ban in Playing IPL: বেশি ট্যাঁ ফোঁ নয়, ক্রিকেটারদের মর্জিতে লাগাম, আইপিএলে খেলাও আটকে দিতে পারে বোর্ড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল