Bangladesh : ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলাদেশ! এবার জমবে খেলা, আইসিসির সঙ্গে লেগে গেল বিসিবি-র!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ICC vs BCB : আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি বলেই উল্লেখ করেছেন বিসিবি কর্তারা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছে বিসিবি।
advertisement
1/6

নিজেদের অবস্থানে অনড় থাকল বাংলাদেশ। ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসবে না তারা। সাফ জানিয়ে দিল নিজেদের সিদ্ধান্তের কথা।
advertisement
2/6
আইসিসি বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু বদলানোর অনুরোধ রাখেনি। ফলে এবার টি–২০ বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না বাংলাদেশের। ক্রিকেটারদের সঙ্গে বিসিবি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে।
advertisement
3/6
আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি বলেই উল্লেখ করেছেন বিসিবি কর্তারা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছে বিসিবি।
advertisement
4/6
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তারা। আর তার জন্য এখনও লড়াই করবেন তাঁরা।
advertisement
5/6
মঙ্গলবার আইসিসির সভায় বিসিবি সভাপতিকে ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের সঙ্গে আলোচনার জন্য একদিন সময় দেওয়া হয়েছিল। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই চূড়ান্তভাবে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিল। এবার আইসিসির কোপের মুখে পড়তে পারে বাংলাদেশ, এমনই মনে করা হচ্ছে।
advertisement
6/6
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলার পর ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না বাংলাদেশ। বিসিবি’র তরফ থেকে ইতিমধ্যেই আইসিসি’কে তা জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের যুক্তি, ভারতে ক্রিকেটারদের পাঠাতে নাকি নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ বোর্ড। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে অনড় থাকল তারা।