Bangladesh In T-20 World Cup 2021: সুপার টুয়েলভ-এ ওঠার বড় পুরস্কার, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মন ভাল করা খবর দিল আইসিসি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bangladesh Cricket: বাংলাদেশের মানুষের জন্য বিরাট খবর। আইসিসির এমন ঘোষণা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মন ভাল করে দেবে।
advertisement
1/5

ক্রিকেটপাগল দেশ বাংলাদেশ। বহু ক্রিকেট সমর্থক প্রিয় দলকে সমর্থনের জন্য ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছেন। বাংলাদেশের মানুষের জন্য মন ভাল করা খবর দিল আইসিসি।
advertisement
2/5
এবার বিশ্বকাপের পসুপার টুয়েলভে পৌঁছতে অনেক কষ্ট করতে হয়েছে বাংলাদেশকে। স্কটল্যান্ডের কাছে হারের পর অনেকে বাংলাদেশের সুপার টুয়েলভে পৌঁছনোর ব্যাপারে সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু শেষমেশ বাংলাদেশ নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে।
advertisement
3/5
ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বাংলাদেশ টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। আর তার জন্য এবার বড় পুরস্কার পেল বাংলাদেশ। আইসিসি এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, অস্ট্রেলিয়ায় পরের বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র পেয়ে গেল বাংলাদেশ।
advertisement
4/5
বাংলাদেশের মতো নামিবিয়াও পরের বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র পেল। এবার টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করে অনেককেই চমকে দিয়েছিল নামিবিয়া। এবার প্রথম রাউন্ড পেরনো প্রতিটি দলেই পরেরবার বিশ্বকাপে সরাসরি খেলবে।
advertisement
5/5
আইসিসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরের টি-২০ বিশ্বকাপ হবে ১৬টি দলের। এবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্স দল সরাসরি পরের বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলতে পারবে। তবে বাকিরা প্রথম রাউন্ড খেলতে নামবে।