TRENDING:

BCCI and T20 WC: ICC-র বার্তায় নিজেদের মত জানাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশ যা বলবে তাই হবে, T20 WC কোথায় দাঁড়িয়ে

Last Updated:
Bangladesh In T20 World Cup 2026: BCB ICC-কে T20 World Cup নিয়ে উত্তর দেওয়া স্থগিত রেখেছে, সরকারের সঙ্গে পরামর্শের অপেক্ষায়
advertisement
1/7
ICC-র বার্তায় নিজেদের মত জানাতে নারাজ BCB, দেশ যা বলবে তাই হবে, T20 WC
কলকাতা: তারা নিজেরা কোনও সিদ্ধান্তই নেবে না৷ আইসিসি-র সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলা নিয়ে তৈরি হওয়া বর্তমানে উদ্ভুত সমস্যার সমাধানে সরকারের সঙ্গে আলোচনার পরেই পরের পদক্ষেপ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)৷  সরকারের সঙ্গে পরামর্শ করছে তারা৷ T20 World Cup-এর ম্যাচগুলি ভারত থেকে অন্য ভেন্যুতে সরানোর বিষয়ে লজিস্টিক্যাল সমস্যা দেখা দিয়েছে বলে ICC অনুরোধে জানিয়েছে।
advertisement
2/7
The Telegraph-এর রিপোর্ট অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-র (International Cricket Council)-র কাছ থেকে সময় চেয়েছে এবং সরকারে সঙ্গে পরামর্শ করার পরেই উত্তর দেবে, কারণ BCB ICC-কে অনুরোধ করেছে তাদের T20 World Cup-এর ম্যাচগুলি India থেকে অন্য ভেন্যুতে সরানোর জন্য৷
advertisement
3/7
আইসিসি সোমবার মুম্বই এবং দুবাইতে কয়েকটি অভ্যন্তরীণ মিটিং করেছে এবং বিসিসিআই (BCCI) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে এই সংকট সমাধানের জন্য। বড় ইভেন্টের আগে মাত্র এক মাস বাকি রয়েছে , ICC-র সামনে বড় লজিস্টিক্যাল সমস্যা দেখা দেবে যদি বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে অন্য কোথাও সরাতে হয়।
advertisement
4/7
রিপোর্টে আরও বলা হয়েছে, ICC ম্যাচে ছোটখাটো পরিবর্তন করতে রাজি এবং বাংলাদেশ ভারতে খেললে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শীঘ্রই একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। কোনও সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হবে না, যদিও  যেকোনও পরিস্থিতি সামলানোর জন্য ICC Plan B খাড়া রেখেছে৷
advertisement
5/7
তুলনা হিসেবে, ICC হয়তো Pakistan-এর India সফরের সময় ২০২৩ ODI World Cup-এ কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটার বিষয়টি উল্লেখ করতে পারে। বাংলাদেশ তাদের চারটি গ্রুপ-স্টেজ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলবে, আর একটি ম্যাচ মুম্বইতে। তারা Group C-তে রয়েছে, যেখানে রয়েছে ইংল্যান্ড (England),  ওয়েস্ট ইন্ডিজ (West Indies), নেপাল (Nepal) এবং ইতালি (Italy)।
advertisement
6/7
ICC ইভেন্টস টিম  জানে, কোনো সূচি পরিবর্তন হলে শুধু গ্রুপ-স্টেজ নয়, Bangladesh যদি Super Eights-এ ওঠে, তাহলে আরও সমস্যা হবে। World Cup-এর অনলাইন টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তাই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
advertisement
7/7
The Telegraph- এক অভিজ্ঞ আইসিসি কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, “ICC বাংলাদেশকে India-তে খেলতে রাজি করানোর চেষ্টা করবে। এটা শুধু দুই দলের ব্যাপার নয়, দর্শক, ফ্যান, ব্রডকাস্টার, ট্রাভেলিং মিডিয়া—সবাই জড়িত৷” শেষ চেষ্টা হিসেবে, ICC হয়তো BCCI এবং BCB-কে বিষয়টি মিটিয়ে নিতে বলবে, কারণ এই বিতর্ক দুই বোর্ডের মধ্যে।
বাংলা খবর/ছবি/খেলা/
BCCI and T20 WC: ICC-র বার্তায় নিজেদের মত জানাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশ যা বলবে তাই হবে, T20 WC কোথায় দাঁড়িয়ে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল