Bangladesh in T20 World Cup 2026: লড়াই সরাসরি আইসিসির সঙ্গে! বিশ্বকাপকে চাপে ফেলতে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ছক কষেছে বিসিবি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh in T20 World Cup 2026: ভারতকে চাপে ফেলতে গিয়ে টি২০ বিশ্বকাপ বয়কটের জেরে চাপে পড়েছে বাংলাদেশ। আইসিসির তরফে বড় শাস্তির আশঙ্কা রয়েছে, সেই সঙ্গে আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারে বিসিবি।
advertisement
1/5

ভারতকে চাপে ফেলতে গিয়ে টি২০ বিশ্বকাপ বয়কটের জেরে চাপে পড়েছে বাংলাদেশ। আইসিসির তরফে বড় শাস্তির আশঙ্কা রয়েছে, সেই সঙ্গে আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারে বিসিবি।
advertisement
2/5
বিভিন্ন সূত্র মতে জানা গিয়েছিল যে, বাংলাদেশি ক্রিকেটাররা নাকি টি২০ বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করা সম্ভব হয়নি তাদের পক্ষে।
advertisement
3/5
এই পরিস্থিতি সামাল দিতে বিকল্প পরিকল্পনার কথা ভেবেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে চার দলের একটি টুর্নামেন্ট করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
advertisement
4/5
এই টুর্নামেন্টে যারা সুযোগ পাবে তাদের নাকি ভাল পরিমাণে আর্থিক সুবিধা দেবে বিসিবি। সরকারের দিক থেকেও এরকমই একটি প্রস্তাব রয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
advertisement
5/5
তবে এই প্রতিযোগিতা আয়োজন করেও বাংলাদেশ কতটা সুবিধা করতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কী শাস্তি দেয় আইসিসি তার উপরে অনেক কিছুর নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।