মেসির জন্য 'পাগল' পরীমনি, বাংলাদেশের নায়িকা জানালেন মনের গোপন কথা
- Published by:Suman Majumder
Last Updated:
Porimoni on Messi: মেসির জন্য ঘুম আসে না পরীমনির। আরও কী কী বললেন তিনি শুনুন।
advertisement
1/5

লিওনেল মেসি। নামটা শুনলেই অনেকের মনে ঝড় ওঠে। গোটা বিশ্বে আর্জেন্টাইন তারকার ভক্ত অগুণতি। আর বাংলাদেশে এলএমটেন-এর অগুণতি ভক্তের মধ্যে এখজন পরিমনি।
advertisement
2/5
পরীমনিআর্জেন্টিনার অন্ধভক্ত। মেসি বলতেই পাগল তিনি। নিজেই জানালেন সেই কথা।
advertisement
3/5
মেসিকে নিয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বাংলাদেশের অভিনেত্রী। বুঝিয়ে দেন, তিনি মেসির অন্ধভক্ত।
advertisement
4/5
পরীমনি লিখেছেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে যেন একটা গোল হয়ে যায়!’
advertisement
5/5
কখনও আবার পরীমনি লেখেন, আমার দুই চোখেই শুধু মেসির ছবি ভেসে ওঠে। মেসির জন্য আমার ঘুম আসে না।