ATK Mohun Bagan : চুটিয়ে চলছে অনুশীলন, মোহনবাগান ডুরান্ডে নামার আগেই এবার উত্তেজনা তুঙ্গে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ATK Mohun Bagan intense practice session ahead of Durand Cup . সবুজ মেরুন জার্সিতে মাঠে নামতে প্রস্তুত এটিকে মোহনবাগান ফুটবলাররা
advertisement
1/8

লিস্টন কোলাসো এবং ফরাসি ফুটবলার হুগো বুমুর ওপর এবারেও অনেকটা নির্ভর করবে এটিকে মোহনবাগান। এই দুই ফুটবলার দলের অধিকাংশ আক্রমণ তৈরি করেন
advertisement
2/8
ফ্লোরিনটিন পোগবা ইতিমধ্যে নৈহাটিতে মহামেডানের বিরুদ্ধে ম্যাচ খেলে ফেলেছেন। দ্রুত মানিয়ে নিচ্ছেন এই ডিফেন্ডার
advertisement
3/8
এটিকে মোহনবাগানের স্প্যানিশ ম্যানেজার হুয়ান ফেরান্ডো কলকাতায় এসে বুঝতে পেরেছেন নিজেদের মাঠে অনুশীলন করার আনন্দ। সমর্থকদের ভালোবাসায় আবেগ বিহল তিনি
advertisement
4/8
অনেকেই মনে করেছিলেন আয়ারল্যান্ডের কার্ল ম্যাক হিউকে হয়তো ছেড়ে দেবে দল। তবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা অস্বীকার করার জায়গা নেই
advertisement
5/8
ফিনল্যান্ডের জনি কাউকো সবুজ মেরুন দলটার নিউক্লিয়াস। গত বছর প্রথমদিকে মানিয়ে নিতে না পারলেও ইউরো কাপে খেলা এই ফুটবলার ক্রমশ নিজেকে প্রমাণ করেছেন
advertisement
6/8
গত বছর পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে হাতে গোনা কয়েকটা ম্যাচে সুযোগ পেয়েছিলেন ফারদিন আলি মোল্লা। এবার এই বাংলার ফুটবলারকে নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে
advertisement
7/8
গতবার গোয়ার মাঠে আইএসএলে ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন কিয়ান নাসিরি। তারপর গোল করতে না পারলেও খারাপ খেলেননি। এবার কিয়ানকে নিয়ে প্রত্যাশা বেশি সমর্থকদের
advertisement
8/8
এটিকে মোহনবাগানের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেন্ডন হামিল জোর কদমে প্রস্তুতি চালাচ্ছেন নিজেকে সম্পূর্ণ ফিট করে তোলার