এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত এবং পাকিস্তান! তার ২৪ ঘণ্টা আগে বড় ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষাচার্য! কাদের ভাগ্য সহায় হবে? কাদের গ্রহের ফের?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
রবিবার রাত আটটায় অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচ। আর ঠিক তার আগে ম্যাচ নিয়ে বড় ভবিষৎবাণী করলেন জ্যোতিষাচার্য রাকেশ চতুর্বেদী।
advertisement
1/5

এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। আর এই ফাইনাল ম্যাচ নিয়ে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ।এশিয়া কাপের এই ফাইনাল হতে চলেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। রবিবার রাত আটটায় অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচ।
advertisement
2/5
আর ঠিক তার আগে ম্যাচ নিয়ে বড় ভবিষৎবাণী করলেন জ্যোতিষাচার্য রাকেশ চতুর্বেদী। তাঁর মতে যেহেতু এই ম্যাচ রবিবার রাত আটটায় শুরু হবে তাই ওই সময়ের কুণ্ডলী অনুযায়ী মেষ লগ্নের কুণ্ডলী হতে চলেছে।
advertisement
3/5
ফলে এই সময় শুক্র কেতু পঞ্চম ঘরে, সূর্য বুধ ষষ্ঠ ঘরে, মঙ্গল সপ্তম ঘরে এবং চন্দ্র অষ্টম ঘরে থাকবে। অন্যদিকে, রাহু একাদশ ঘরে থাকবে। শনি থাকবে ১২তম ঘরে। ফলে গোটা ম্যাচটাই টানটান থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
advertisement
4/5
কিন্তু, একই সঙ্গে তিনি এও জানান, গ্রহের শুভ অবস্থানের জন্য ফল ভারতের পক্ষেই যাবে।সূর্যকুমার যাদবের কুণ্ডলী অনুযায়ী তাঁর নেতৃত্বে খেলা দল অত্যন্ত ভাল প্রদর্শন করছে। ফলে রবিবারের ম্যাচেও ভারত প্রত্যাশিত ফলই করবে। ওই ম্যাচে অভিষেক শর্মা এবং শুভমন গিলের ভাল খেলার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
advertisement
5/5
একই সঙ্গে তিনি জানান পাক দুই ক্রিকেটার সাহিবজাদা ফরহান এবং বোলার শাহিন আফ্রিদি ভাল ক্রিকেট খেলবেন। এশিয়া কাপেও তাঁদের দুরন্ত ফর্ম দেখা যাবে।