Arun Lal Wedding: গায়ে হলুদ পর্ব শেষ, গলায় মালা, হলুদ পাঞ্জাবিতে নজর কাড়লেন ৬৬-র অরুণ লাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Arun Lal and Bulbul Saha Haldi ceremony: গায়ে হলুদের সমস্ত নিয়ম বাধ্য ছেলের মতোই পালন করলেন ৬৬ বছরের অরুণ লাল। হবু স্বামী-স্ত্রীকে একসঙ্গেই হলুদ পোশাকে পাওয়া গেল এদিনের অনুষ্ঠানে।
advertisement
1/6

গায়ে হলুদ হয়ে গেল অরুণ লাল এবং বুলবুল সাহার। প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসা প্রাক্তন ভারতীয় তারকা অরুণ লালের গায়ে হলুদ হল হবু স্ত্রী বুলবুল সাহার সঙ্গে। তথ্য ও ছবি-ঈরণ রায় বর্মন
advertisement
2/6
ছেলেপক্ষ এবং মেয়েপক্ষের যৌথ উদ্যোগে গায়ে হলুদ পর্ব আয়োজিত হল। মূলত বুলবুল সাহার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।
advertisement
3/6
গায়ে হলুদের সমস্ত নিয়ম বাধ্য ছেলের মতোই পালন করলেন ৬৬ বছরের অরুণ লাল। হবু স্বামী-স্ত্রীকে একসঙ্গেই হলুদ পোশাকে পাওয়া গেল এদিনের অনুষ্ঠানে।
advertisement
4/6
লালজী পরনে হলুদ পাঞ্জাবি ও পায়জামা। বুলবুল পরেছিলেন হলুদ শাড়ি। গায়ে হলুদ পর্বের পর ছিল এলাহী খাওয়া-দাওয়ার আয়োজন।
advertisement
5/6
রজনীগন্ধার মালা গলায় লালজীর লাজুক হাসি ছবি ধরা পরল ক্যামেরায়। শ্যালক-শ্যালিকাদের আবদারের একাধিকবার সেলফির আবদার মেটালেন লালজী।
advertisement
6/6
দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন, বাংলা ক্রিকেট দলের সদস্যরা এবং সিএবি কর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিয়ের অনুষ্ঠানের কার্ড বন্টন ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। মাসখানেক আগেই অরুণ লাল এবং বুলবুলের মধ্যে এনগেজমেন্ট হয়। এবার সামাজিক বিয়ের পালা। দীর্ঘদিন ধরেই বুলবুলের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রাক্তন ভারতীয় এই ক্রিকেট তারকা।