Artists Playing Cricket: লাইট, সাউন্ড, ক্যামেরা আজ নয়, এই পেশার মহিলা -পুরুষরা চুটিয়ে খেললেন ক্রিকেট
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Artists Playing Cricket: মাইক্রোফোন-ক্যামেরা ছেড়ে এবার ব্যাট-বল হাতে শিল্পীরা, অভিনব উদ্যোগ বর্ধমানে
advertisement
1/7

বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে অভিনব উদ্যোগ বর্ধমানে। শিল্পী,আলোকচিত্রীরা নিজেদের মাইক্রোফোন,বাদ্যযন্ত্র বা ক্যামেরা ছেড়ে নামলেন ব্যাট বল হাতে মাঠে। বিশেষ করে নজর কেড়েছে মহিলা ক্রিকেট টিম। সকলেই যেন এদিন ছিলেন বিশেষ ভূমিকায়। লক্ষ্য একটাই বর্তমান প্রজন্মকে মাঠমুখি করে তোলা।
advertisement
2/7
মাইক্রোফোন হাতে গানের আসর জমান সংকেত সরকার, পারভেজ আজিজ, সৌমিতা সুত্রধর, সৃজা বন্দ্যোপাধ্যায়রা। গিটারে সুর তোলেন অমর্ত্য সিনহা, সজয়, সায়নরা,কিমবা থিয়েটার নিয়ে সারা রাজ্যে ছুটে বেড়ান ধ্রুবজ্যোতি কেশ। তাদের ছবি তোলে দেবত্তম ঘোষ, অভিষেক মন্ডলরা। কিন্তু এদিন সবার হাতে ব্যাট-বল। শীতের দুপুরে তাদের মিলিয়ে দিল বর্ধমান ওয়েভ। এলিগেন্ট স্টিলকে সঙ্গে নিয়ে বর্ধমানে আয়োজিত হল প্রথম বর্ষের স্পোর্টস ওয়েভ। সহযোগিতায় ছিল ক্যাফে অনাদি।
advertisement
3/7
বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের মাঠে এদিন মুখোমুখি হল শিল্পীদের রাগা রকার্স এবং আলোকচিত্র শিল্পীদের টিম ফোকাস ইলেভেন। তবে খেলার উদ্বোধন হয় মহিলা ক্রিকেট দিয়ে। মাঠে নামে মেয়েদের ওয়েভ রেড এবং ওয়েভ পিঙ্ক টিম। ওয়েভ রেড ১ রানে জয় পায়।
advertisement
4/7
মূল খেলায় শিল্পী এবং আলোকচিত্র শিল্পীদের মধ্যে হয় টানটান ম্যাচ। এই খেলায় ফোটোগ্রাফারদের দল ৬ উইকেটে জয় পায়। নজর কাড়েন বিশাল, অমিত, ঋষভ ঘোষ। শিল্পীদের ক্যাপ্টেন সংকেত সরকার বলেন, খেলায় হারজিত থাকবেই। তবে, শিল্পী এবং আলোকচিত্র শিল্পীদের মধ্যে যে খেলার মাধ্যমে সকলকে মাঠে আসার বার্তা দেওয়ার এই ভাবনায়কে কুর্নিশ।
advertisement
5/7
শিল্পী মধুপর্ণা হাজরা বলেন, ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ পেয়েছে। সেই জয়কে সামনে রেখেই আমরা মাঠে নামি। ফোকাস টিমের দেবত্তম বলেন, 'ছবি সুরে কথায় গানে, পায়ে পায়ে মাঠ জুড়ে', এই স্লোগানে ফোকাস করেই আমরা মাঠে নামি এবং ম্যাচ জয় করি। সকলেই এই আয়োজনের প্রশংসা করেন। এদিন জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা শিক্ষা আধিকারিক পৌষালী চক্রবর্তী।
advertisement
6/7
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন সর্বভারতীয় প্রশিক্ষক রথীন্দ্রনাথ ভট্টাচার্য, এই খেলায় সহযোগী এলিগেন্ট স্টিলের দিবেন্দু ঘোষ,অনাদি ক্যাফের কর্নধার রুদ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গাছ গ্রুপের প্রাণপুরুষ অরূপ চৌধুরী, সমাজসেবী বিশ্বজিৎ মল্লিক, ওয়েভের সভাপতি পার্থ চৌধুরী সহ অন্যান্যরা।
advertisement
7/7
সম্পাদক অনির্বাণ হাজরা বলেন, মঞ্চের মানুষদের মাঠে নামানোর মাধ্যমে আমরা সমাজকে মাঠ মুখ করার বার্তা প্রদান করলাম। অনলাইনে স্কোর করে আমরা এই কর্মসূচিকে আরও ছড়িয়ে দিতেও সক্ষম হয়েছি। (ছবি ও তথ্য: সায়নী সরকার)