কবিতা লেখেন, ক্রিকেটও খেলেন! জীবনের প্রথম বিশ্বকাপে নেমেই নায়ক অর্শদীপ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Arshdeep Singh: তাঁর ব্যাগে সব সময় থাকে একটা পেন আর ডায়েরি। ক্রিকেটার, আবার কবি অর্শদীপ সিং।
advertisement
1/6

জাহির খান, ইরফান পাঠানের পর ভারতীয় দল আর সেভাবে বাঁ-হাতি পেসার পায়নি। এবার কি সেই শূন্যস্থান পূরণ করে দেবেন অর্শদীপ সিং! সম্ভাবনা তো দেখা যাচ্ছে।
advertisement
2/6
২০১৯ আইপিএল নিলামে তাঁকে দলে নিয়েছিল পঞ্জাব। এর পর ২০২২ সালের ৭ জুলাই ভারতীয় দলের হয়ে অভিষেক। অর্শদীপ জীবনের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই নায়ক।
advertisement
3/6
বিশ্বকাপে নিজের প্রথম বলেই তুলে নিলেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমকে। তার পরের ওভারে আউট করলেন মহম্মদ রিজওয়ানকে।
advertisement
4/6
অর্শদীপ সিং জানিয়েছিলেন, তাঁর কিট ব্যাগে সব সময় একটি পেন ও ডায়েরি থাকে। তিনি কবিতা লিখতে ভালবাসেন। ক্রিকেটের মাঝেও তিনি কবিতা লেখেন।
advertisement
5/6
আইপিএলে তিনি ছিলেন ডেথ ওভার স্পেশালিস্ট। গত আইপিএলে ডেথ ওভারে তাঁর ইকোনমি রেট ৭.৫৮ ছিল। ভারতীয় বোলারদের মধ্যে সেটা ছিল দ্বিতীয় সেরা। তবে ভারতীয় দলে এসে অর্শদীপ অন্য ভূমিকায়।
advertisement
6/6
সুরেশ রায়না বলেছিলেন, বাবর আজমকে আউট করবেন অর্শদীপ সিং। টি২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল।