Argentina vs Brazil: ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নিল আর্জেন্টিনা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Argentina vs Brazil, FIFA World Cup 2026 Qualifier: ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নিল আর্জেন্টিনা। ব্রাজিলকে ৪-১ গোলে হারাল গত বারের চ্যাম্পিয়নরা।
advertisement
1/8

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বিরাট জয় আর্জেন্টিনার ৷ তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে ৷ ঘরের মাঠে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে ব্রাজিলকে তারা হারাল ৪-১ গোলে ৷ (Photo: AP)
advertisement
2/8
আগাগোড়াই ম্যাচে এদিন আর্জেন্টিনার দাপটই দেখা গিয়েছে ৷ ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্রাজিলের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট দরকার ছিল আর্জেন্টিনার। কিন্তু ম্যাচ থেকে এল ৩ পয়েন্ট ৷ অন্যদিকে ব্রাজিলের বিশ্বকাপের যোগ্যতা অর্জন এখনও ঝুলেই রইল ৷ (Photo: AP)
advertisement
3/8
ম্যাচের চার মিনিটের মাথায় এদিন আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন জুলিয়ান আলভারেজ ৷ আর্জেন্টিনা দ্বিতীয় গোল করে ১২ মিনিটে। গোল করেন ফার্নান্দেজ ৷ (Photo: AP)
advertisement
4/8
ব্রাজিল অবশ্য এরপর একটি গোল শোধ করে ২৬ মিনিটে। গোল করেন কুনহা ৷ কিন্তু তাতে লাভ কিছু হয়নি ৷ কারণ আর্জেন্টিনার তৃতীয় গোল আসে ম্যাচের প্রথমার্ধেই ৷ ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাক অ্যালিস্টার ৷ (Photo: AP)
advertisement
5/8
বিরতির পর ব্রাজিল অবশ্য ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু সেই কাজে সফল হননি তাঁরা ৷ (Photo: AP)
advertisement
6/8
বেশ কিছু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। অন্য দিকে, আর্জেন্টিনা চেষ্টা করেই যাচ্ছিল ব্যবধান বাড়ানোর। অবশেষে ৭১ মিনিটে আরও একটি গোল করে তারা। (Photo: AP)
advertisement
7/8
আর্জেন্টিনা- ৪ (আলভারেজ-৪, ফার্নান্দেজ-১২, ম্যাক অ্যালিস্টার-৩৭, সিমিওনে-৭১)ব্রাজিল -১ (কুনহা- ২৬)
advertisement
8/8
Fireworks go off after Argentina defeated Brazil in a qualifying soccer match for the World Cup 2026 at Monumental Stadium in Buenos Aires, Argentina, Tuesday, March 25, 2025. (AP Photo/Natacha Pisarenko)