আর্জেন্টিনার মেক্সিকো জয়ের রঙিন মুহূর্তের বিভিন্ন ছবি দেখুন! আবেগ সামলাতে পারবেন না
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Argentina football fans gone crazy after brilliant come back win in second half against Mexico. আর্জেন্টিনার মেক্সিকো জয়ের রঙিন মুহূর্তের বিভিন্ন ছবি দেখুন! আবেগ সামলাতে পারবেন না
advertisement
1/10

প্রথমার্ধে মেক্সিকোর খেলার ধরন বুঝে নিয়ে দ্বিতীয়ার্ধে স্টাইল পাল্টায় আর্জেন্টিনা, তাতেই আসে সাফল্য। এভাবেই ডিফেন্ডারদের কাজ কঠিন করে দেন মেসি
advertisement
2/10
পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন এনজো ফার্নান্ডেজ। বক্সের বাইরে থেকে চমৎকার বাঁক নিয়ে বল গোলে ঢুকে যায়
advertisement
3/10
২-০ এগিয়ে যাওয়ার পর ফার্নান্ডেজকে নিয়ে সেলিব্রেশন মেসির। বেনফিকা ক্লাবের এই তরুণ ফুটবলার মুগ্ধ করেছেন যতক্ষণ মাঠে ছিলেন
advertisement
4/10
প্রতিটা বলের জন্য লড়াই করেছে মেক্সিকো, বিশেষ করে প্রথমার্ধে আর্জেন্টিনাকে খেলার ফাঁকা জায়গা দেয়নি তারা
advertisement
5/10
মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া খেলার আগে চ্যালেঞ্জ জানিয়েছিলেন আর্জেন্টিনাকে। কিন্তু শেষে মেক্সিকান প্রাচীর পরাজিত
advertisement
6/10
আর্জেন্টিনার দ্বিতীয় গোল জালে জড়িয়ে যাচ্ছে। চেষ্টা করেও আটকাতে পারলেন না ওচোয়া
advertisement
7/10
আর্জেন্টিনার মাঝ মাঠে অসাধারণ ফুটবল খেলেছেন রডড্রিগো ডে পল। দলের আক্রমণ এবং ডিফেন্সের মাঝে যোগসূত্র ছিলেন তিনি
advertisement
8/10
গোল করা নয়, দলের প্রয়োজনে ডিফেন্স করতেও দেখা গেছে অধিনায়ক মেসিকে। দ্বিতীয়ার্ধে ফিরে পেয়েছিলেন নিজের সেরা ছন্দ
advertisement
9/10
গ্যালারিতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার মহিলা সমর্থকরাও। ম্যাচ জয়ের পর তারাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন
advertisement
10/10
আর্জেন্টিনা গোল করতেই সেলিব্রেশনে মেতে উঠলেন সমর্থকরা। সৌদির বিরুদ্ধে হেরে যাওয়ার পর অনেক অপমান সহ্য করতে হয়েছিল