North 24 Parganas News: ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গেই এবার ফুটবল খেলবে উত্তর ২৪ পরগনা এফসি! জেলা পরিষদের নতুন উদ্যোগ
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গেই এবার ফুটবল খেলবে উত্তর ২৪ পরগনা এফসি ফুটবল দল! জেলা পরিষদের নতুন উদ্যোগ।
advertisement
1/7

তবে কি এবার বাংলার প্রথম সারির ফুটবল দল মোহনবাগান ইস্টবেঙ্গল এর সঙ্গেই খেলতে দেখা যাবে উত্তর ২৪ পরগনা জেলা ফুটবল দলকে! আশায় বুক বাঁধছে জেলার ফুটবল প্রেমী মানুষজন
advertisement
2/7
বাঙালির প্রিয় ফুটবল নিয়ে জেলার গরিমা ফিরিয়ে আনতে এবার উদ্যোগী হল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। সম্পূর্ণ নিখরচায় বাছাই এর মাধ্যমে জেলার শতাধিক খেলোয়ার কে তাই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে
advertisement
3/7
বাইরের দেশ থেকে ফুটবলের তারকা কোচরা এসে প্রশিক্ষণ দেবেন জেলার সেই সকল ফুটবল খেলোয়াড়দের। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শেষ, উদ্বোধন হয়ে গিয়েছে বিশেষ জার্সিরও
advertisement
4/7
উত্তর ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় বহু বছর আগে থেকেই ছিল ফুটবল খেলার ব্যাপক ধুম। স্কুল থেকে কলেজ পড়ুয়ারা রীতিমতো বড় বড় মাঠে ফুটবল খেলতেন। বিকাল হলেই গ্রাম থেকে শহরের মাঠগুলিতে খেলোয়াড়দের ভিড় উপচে পড়ত
advertisement
5/7
ইতিমধ্যেই বেলজিয়াম, ফ্রান্স, জাপান, আর্জেন্টিনা সহ ফুটবলের তারকা দেশের একাধিক কোচের সঙ্গে কথা বলেছেন সভাধিপতি নারায়ণ গোস্বামী৷ তাদের নিয়ে এসেই কোচিং করানোর ভাবনা নিয়েছে জেলা পরিষদ
advertisement
6/7
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বয়স অনুযায়ী পাঁচটি গ্রুপ করা হয়েছে। জেলায় থাকা মোট ৪৭টি সার্কেলের স্কুলকে নিয়ে প্রথমে প্র্যাকটিস ম্যাচ হবে। যেখানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মানের কোচেরা। সেখান থেকেই হবে ঝাড়াই বাছাই। তারমধ্যে একশোর বেশি খেলোয়াড়কে চিহ্নিত করে দেওয়া হবে প্রশিক্ষণ
advertisement
7/7
প্রাথমিকভাবে ঠিক হয়েছে ওই কোচিং থেকেই তৈরি হবে টিম। যার নাম দেওয়া হয়েছে "নর্থ ২৪ পরগনা এফসি"। যা আগামী দিনে বাঙালির আবেগের ইস্টবেঙ্গল মোহনবাগানের মত প্রথম সারির দলের সঙ্গে খেলবে ফুটবল