TRENDING:

‘আমাদের ব্যাটিং-বোলিং ভাল হয়েছে, কিন্তু…’, টি২০ বিশ্বকাপে হেরে কাকে দুষলেন মার্করাম?

Last Updated:
বড় ম্যাচে বারবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা। এই জন্যই তাঁদের গায়ে লেগেছে চোকার্সের তকমা। এবারও তার অন্যথা হয়নি।
advertisement
1/5
‘আমাদের ব্যাটিং-বোলিং ভাল হয়েছে, কিন্তু…’ বিশ্বকাপে হেরে কাকে দুষলেন মার্করাম?
“স্কোরবোর্ডের চাপ সহ্য করতে পারিনি আমরা”। টি২০ বিশ্বকাপে ভারতের কাছে পরাজয়ের পর এমনটাই বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ফাইনাল ম্যাচে বিরাট কোহলির ৭৬ রান এবং ডেথ ওভারে জসপ্রীত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে ভর করেই দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারায় ভারত।
advertisement
2/5
বিশ্বকাপে পরাজয়ের পর মার্করাম বলেন, “আমি হতাশ। এখান থেকে বেরতে সময় লাগবে। আমাদের ব্যাটিং-বোলিং ভাল হয়েছে, কিন্তু জিততে পারিনি”। সঙ্গে তিনি যোগ করেন, “অনেক ম্যাচেই শেষ বল না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না। স্কোরবোর্ডে সবসময় চাপ ছিল। ভাল ম্যাচ হয়েছে। প্রমাণ হয়ে গিয়েছে, আমরা ফাইনাল খেলার যোগ্য”।
advertisement
3/5
বড় ম্যাচে বারবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা। এই জন্যই তাঁদের গায়ে লেগেছে চোকার্সের তকমা। এবারও তার অন্যথা হয়নি। তবে কুইন্টন ডি ককরা লড়াই করেছেন। একটা সময় ম্যাচ জেতার মতো জায়গায় চলে যায় দক্ষিণ আফ্রিকা। মার্করাম বলেন, “খুব দ্রুত পরিস্থিতি বদলে গেল। আমরা ভাল জায়গায় ছিলাম। সেখান থেকে ম্যাচ জেতা উচিত ছিল। আশা করি, এখান থেকে শিখে সামনে এগোব। আমরা ম্যাচ হেরেছি ঠিকই, কিন্তু এই দিন আমাদের কাছে গর্বের”।
advertisement
4/5
অন্য দিকে, টি২০ বিশ্বকাপ জয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন রোহিত শর্মা। তিনি বলেন, ‘‘দল শুধু ফাইনালে ভাল পারফর্ম করেনি, গত তিন বছর ধরে এই দিনটার জন্য কঠোর পরিশ্রম করেছে। রোহিতের কথায়, “বিশ্বকাপ জিতে কেমন লাগছে বলে বোঝাতে পারব না। ভাষায় বোঝানো সম্ভব নয়। কাল রাতে ঘুমোতে পারিনি। যে কোনও মূল্যে জিততে চেয়েছিলাম।’’
advertisement
5/5
গত বছর ওয়ান ডে বিশ্বকাপ সব ম্যাচ জিতে ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। কিন্তু ফাইনালে অষ্ট্রেলিয়ার কাছে গোহারা হারতে হয় কোহলিদের। সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে রোহিতকে। নিজেই স্বীকার করে নিলেন সে কথা। রোহিত বলেন, “গত তিন-চার বছরে আমরা কতটা পরিশ্রম করেছি, তা বলে বোঝানো কঠিন। এই জয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’’
বাংলা খবর/ছবি/খেলা/
‘আমাদের ব্যাটিং-বোলিং ভাল হয়েছে, কিন্তু…’, টি২০ বিশ্বকাপে হেরে কাকে দুষলেন মার্করাম?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল