Ishan Kishan: জাতীয় দলে ফিরেই ভাগ্য খুলল ইশান কিশানের! এবার 'অধিনায়ক' হলেন তারকা উইকেটকিপার-ব্যাটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ishan Kishan: ইশান কিশানের নেতৃত্বে ঝাড়খণ্ড ক্রিকেট এই মুহূর্তে এক স্বর্ণযুগের মধ্য দিয়ে যাচ্ছে। সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঐতিহাসিক সাফল্য এনে দিয়ে ঝাড়খণ্ড দল প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছে।
advertisement
1/5

ইশান কিশানের নেতৃত্বে ঝাড়খণ্ড ক্রিকেট এই মুহূর্তে এক স্বর্ণযুগের মধ্য দিয়ে যাচ্ছে। সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঐতিহাসিক সাফল্য এনে দিয়ে ঝাড়খণ্ড দল প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছে। অধিনায়ক হিসেবে ইশান কিশনের আত্মবিশ্বাসী নেতৃত্ব ও ধারাবাহিক পারফরম্যান্স দলকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই সাফল্যের পরেই ঈশানের জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে, যা তাঁর কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
2/5
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইশান কিশনকে টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সম্ভাব্য স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। পাশাপাশি, জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজের জন্যও তাঁকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ইশান আবারও নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন।
advertisement
3/5
এর মধ্যেই বিজয় হাজারে ট্রফি ২০২৫–২৬-এর জন্য ঝাড়খণ্ড দল ঘোষণা করা হয়েছে, যেখানে ইশান কিশনকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই টুর্নামেন্ট শুরু হবে ২৪ ডিসেম্বর থেকে এবং ঝাড়খণ্ড দল এলিট গ্রুপে খেলবে। প্রথম ম্যাচে তারা আহমেদাবাদে শক্তিশালী কর্ণাটক দলের মুখোমুখি হবে, যা দলের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে।
advertisement
4/5
ঝাড়খণ্ড দলে ভারসাম্য বজায় রাখতে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ প্রতিভা কুমার কুশাগ্রকে। তাঁর পাশাপাশি দলে রয়েছেন বিরাট সিং, রবিন মিন্জ, অভিনব শরণ ও অনুকূল রায়ের মতো প্রতিভাবান ক্রিকেটাররা। এই সমন্বিত দল নিয়ে ঝাড়খণ্ড ভালো পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী।
advertisement
5/5
সৈইয়দ মুস্তাক আলি ট্রফিতে ইশান কিশনের ব্যাট ছিল আগুনঝরানো। ১০ ম্যাচে ৫১৭ রান, ২টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি তাঁর অসাধারণ ফর্মের প্রমাণ। ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে ১০১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেই তিনি দলকে চ্যাম্পিয়ন করেন। এবার বিজয় হাজারে ট্রফিতেও ঝাড়খণ্ড সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে।