IND vs NZ: নতুন বছরে প্রথম সিরিজ, বাদ ৬ তারকা! ওডিআইতে কেমন হতে পারে ভারতীয় দল? জেনে নিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs New Zealand: ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে এই হোম সিরিজের জন্য বিসিসিআই নির্বাচকরা চলতি সপ্তাহের শেষের দিকে ভারতের স্কোয়াড ঘোষণা করতে পারেন। বাদ পড়তে পারেন একাধিক তারকা।
advertisement
1/11

২০২৫-কে বিদায় জানিয়ে ২৬-কে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব। নতুন বছরে ভারতীয় দলেরও ঠাসা ক্রীড়াসূচি। বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে। কেমন হবে ভারতের ওডিআই স্কোয়াড, তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা। ভারত বনাম নিউজিল্যান্ডের তিনটি ওয়ানডে ম্যাচ যথাক্রমে ১১ জানুয়ারি বরোদা, ১৪ জানুয়ারি রাজকোট এবং ১৮ জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত হবে।
advertisement
2/11
ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে এই হোম সিরিজের জন্য বিসিসিআই নির্বাচকরা চলতি সপ্তাহের শেষের দিকে ভারতের স্কোয়াড ঘোষণা করতে পারেন। চোট সারিয়ে দলে ফিরতে পারেন শুভমান গিল। তার আগে বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে ভারতের টেস্ট ও ওডিআই অধিনায়ককে।
advertisement
3/11
গিলের ওয়ানডে দলে ফেরা মানে যশস্বী জয়সওয়ালকে আবারও বেঞ্চে বসতে হবে। গিলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেনার হিসেবে খেলেছিলেন জয়সওয়াল এবং ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে তৃতীয় ওয়ানডেতে অপরাজিত শতরান করেছিলেন। তবে গিল ফিরলে তাঁকে আবার একাদশের বাইরে থাকতে হতে পারে।
advertisement
4/11
বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার রোহিত শর্মা এবং বিশ্বে দুই নম্বর ওয়ানডে ব্যাটার বিরাট কোহলি নিউজিল্যান্ড সিরিজের জন্য নিশ্চিতভাবেই দলে থাকবেন। বর্তমাবে যে ফর্মে রয়েছেন রোকো জুটি, নিউজিল্যান্ডেক বিরুদ্ধে তাদের ব্যাটে রানের আতসবাজি দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
advertisement
5/11
চোট সারলেও ভারতীয় দলের মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার ফিরবেন কিনা তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। চোট সেরেছে তারকা ব্যাটারের। নেটে ব্যাটও করছেন, তবে শ্রেয়সকে নিয়ে কোনও রকম তাড়াহুড়ো করতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
6/11
রুতুরাজ গায়কোয়াড়ের দলে থাকার সম্ভাবনা প্রবল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে চার নম্বরে নেমে শতরান করেছিলেন গায়কোয়াড়। শ্রেয়স আইয়ার না ফিরলে গায়কোয়াড় আরও একবার সুযোগ পেতে পারেন নিজেকে প্রমাণ করার।
advertisement
7/11
কেএল রাহুল ভারতের প্রথম পছন্দের ওয়ানডে উইকেটকিপার-ব্যাটার এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তিনিই গ্লাভস পরবেন। তবে প্রশ্ন হলো, তাঁর ব্যাকআপ কে হবেন? রিপোর্ট অনুযায়ী, ঋষভ পন্থকে এই সিরিজের জন্য নেওয়া হবে না এবং ব্যাকআপ উইকেটকিপার হিসেবে ইশান কিষানকে বিবেচনা করা হতে পারে। ওডিআই দলে সুযোগ নাও হতে পারে সঞ্জু স্যামসনের।
advertisement
8/11
ইশান কিষান বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ২০ ডিসেম্বর তাঁকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে একের পর এক শতরান করে ফের ভারতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন ইশান কিশান।
advertisement
9/11
হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহকে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল এবং নিউজিল্যান্ড সিরিজেও তাঁদের বিশ্রামে রাখার সম্ভাবনা রয়েছে। তবে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা এবং অর্শদীপ সিং দলে থাকবেন বলেই মনে করা হচ্ছে।
advertisement
10/11
কর্ণাটকের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে চার উইকেট নিয়েছিলেন, কিন্তু প্রথম দুই ম্যাচে বল হাতে খুব একটা ভালো ফর্মে ছিলেন না। নির্বাচকরা তাঁকে রাখবেন নাকি মহম্মদ শামিকে দলে ফেরাবেন, সেটাই দেখার। সিরাজ ও অক্ষর প্যাটেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলেছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচে তাঁদের নেওয়া হয়নি। আর একবার ওডিআই সিরিজে দলের বাইরে থাকতে হতে পারে সিরাজকে।
advertisement
11/11
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ।