ছিলেন ক্রিকেটার, হলেন অভিনেতা! এই ক্রিকেটাররা খেলেছেন, আবার অভিনয়ও করেছেন
- Published by:Suman Majumder
Last Updated:
Shikhar Dhawan-Irfan Pathan: ক্রিকেট খেলেছেন, আবার অভিনয়ও করেছেন এই ক্রিকেটাররা।
advertisement
1/6

ক্রিকেট আর বলিউড, ভারতে দুটিই সমান জনপ্রিয়। তবে অনেক সময় ক্রিকেটাররা বলিউডে পা রাখেন। আবার আইপিএলের সুবাদে বলিউড তারকারা আসেন ক্রিকেট মাঠে।
advertisement
2/6
দিনকয়েক আগে তামিল সিনেমা কোবরা-তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ইরফান পাঠান। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার অবশ্য অভিনয় জগতে খুব একটা সাফল্য পাননি। ওই সিনেমায় তিনি ইন্টারপোল আধিকারিকের চরিত্রে অভিনয় করেছিলেন।
advertisement
3/6
ডাবল এক্সেল সিনেমায় সম্প্রতি হুমা কুরেশির সঙ্গে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শিখর ধাওয়ান। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওই সিনেমায় ডান্স মুভস দেখিয়েছেন। তবে সিনেমা বক্স অফিসে চলেনি।
advertisement
4/6
২০০৯ সালে ভিকট্রি সিনেমায় অভিনয় করেন হরভজন সিং। ২০১৩ সালে ভাজ্জি ইন প্রবলেম সিনেমায় অভিনয় করেন। ২০২১ সালে তামিল সিনেমা Dikkiloona তে অভিনয় করেন ভাজ্জি।
advertisement
5/6
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি-র আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত কেরিয়ার। ২০০৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি তন্নিষ্ঠা চ্যাটার্জির বিপরীতে ইন্দো-অস্ট্রেলিয়ান ছবি 'আন ইন্ডিয়ান'-এ অভিনয় করেছিলেন।
advertisement
6/6
অঙ্গদ বেদি অভিনয় জগতে পরিচিত নাম। তবে খুব কম লোকই জানেন, ভারতীয় দলের প্রাক্তন স্পিনার বিশান সিং বেদীর ছেলে একসময় পেশাদার ক্রিকেট খেলতেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফুলটাইম মডেলিং করার আগে তিনি দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন।