114 Year Old Runner Fauja Singh Dies: ১১৪ বছরের কিংবদন্তি দৌড়বিদ ফৌজা সিং পথ দুর্ঘটনায় প্রয়াত! শোকস্তব্ধ ক্রীড়ামহল
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
114 Year Old Runner Fauja Singh Dies: বিশ্বের প্রবীণতম ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং-এর (বয়স ১১৪) মর্মান্তিক মৃত্যু হয়েছে পঞ্জাবের একটি সড়ক দুর্ঘটনায়। ‘টার্বানড টর্নেডো’ খ্যাত এই কিংবদন্তি অ্যাথলিট জীবনের শেষদিন পর্যন্ত দৌড়ের প্রতি তাঁর ভালোবাসা বজায় রেখেছিলেন, বিস্তারিত জানুন...
advertisement
1/10

পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংহ ১১৪ বছর বয়সে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন। সোমবার দুপুরে জলন্ধর-পাঠানকোট হাইওয়েতে হাঁটার সময় একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি গুরুতরভাবে আহত হন এবং পরে মারা যান।
advertisement
2/10
এই দুঃসংবাদের সত্যতা নিশ্চিত করেন লেখক খুশবন্ত সিংহ, যিনি ফৌজা সিংহের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসক গুলাবচন্দ কাটারিয়া বলেন, "ফৌজা সিংহের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।"
advertisement
3/10
এক্স (সাবেক টুইটার)-এ খুশবন্ত সিং লিখেছেন, “আমার টার্বানড টর্নেডো আর নেই। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, শ্রদ্ধেয় ফৌজা সিংহ আজ বিকেল ৩:৩০ নাগাদ নিজের গ্রাম বিয়াসে রাস্তা পার হওয়ার সময় একটি অজানা গাড়ির ধাক্কায় মারা গেছেন। শান্তিতে বিশ্রাম করুন, প্রিয় ফৌজা।”
advertisement
4/10
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তায় বলেন, “ফৌজা সিংহ জি ছিলেন অসাধারণ একজন ব্যক্তি। তিনি ফিটনেসের গুরুত্ব নিয়ে দেশের যুব সমাজকে যেভাবে অনুপ্রাণিত করেছেন, তা অনন্য। তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও খেলাধুলায় অবদানের কথা জাতি চিরকাল মনে রাখবে।”
advertisement
5/10
রাজ্যপাল গুলাবচন্দ কাটারিয়া লেখেন, “১১৪ বছর বয়সেও তিনি ‘নশা মুক্ত রঙলা পাঞ্জাব’ অভিযানে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি ছিলেন দৃঢ়তা ও উৎসাহের প্রতীক। তাঁর উত্তরাধিকার একটি মাদকমুক্ত পঞ্জাব গড়ার প্রেরণা জোগাবে।”
advertisement
6/10
পূর্ব পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ লেখেন, “ফৌজা সিংহের মৃত্যুতে গভীর শোকাহত। তাঁর অসাধারণ জীবন ও অনমনীয় মনোভাব আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
advertisement
7/10
ফৌজা সিংহের জন্ম ১৯১১ সালের ১ এপ্রিল। স্ত্রী ও পুত্র কুলদীপের মৃত্যুর পর তিনি দৌড়কে নিজের জীবনের অংশ করেন। ৮৯ বছর বয়সে ২০০০ সালে লন্ডন ম্যারাথন ছিল তাঁর প্রথম দৌড়। তিনি লন্ডন, নিউ ইয়র্ক ও টরন্টোতে মোট ৯টি ২৬-মাইল ম্যারাথন দৌড়ে অংশ নেন।
advertisement
8/10
তিনি ২০০৪ সালের এথেন্স অলিম্পিক ও ২০১২ সালের লন্ডন অলিম্পিকে টর্চবাহক ছিলেন। তিনি মুহাম্মদ আলি ও ডেভিড বেকহ্যামের সঙ্গে একটি ক্রীড়া ব্র্যান্ডের বিজ্ঞাপনেও অংশ নেন।
advertisement
9/10
৯৩ বছর বয়সে তিনি ৬ ঘণ্টা ৫৪ মিনিটে একটি ম্যারাথন শেষ করে তাঁর বয়স অনুযায়ী বিশ্ব রেকর্ড গড়েন। ১০০ বছর বয়সে কানাডায় এক বিশেষ ক্রীড়া ইভেন্টে এক দিনে ৮টি বিশ্ব রেকর্ড তৈরি করেন।
advertisement
10/10
তাঁর জীবনী "টার্বানড টর্নেডো" ২০১১ সালের ৭ জুলাই ব্রিটেনের হাউস অফ লর্ডসে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়, লেখক খুশবন্ত সিংহ।