TRENDING:

114 Year Old Runner Fauja Singh Dies: ১১৪ বছরের কিংবদন্তি দৌড়বিদ ফৌজা সিং পথ দুর্ঘটনায় প্রয়াত! শোকস্তব্ধ ক্রীড়ামহল

Last Updated:
114 Year Old Runner Fauja Singh Dies: বিশ্বের প্রবীণতম ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং-এর (বয়স ১১৪) মর্মান্তিক মৃত্যু হয়েছে পঞ্জাবের একটি সড়ক দুর্ঘটনায়। ‘টার্বানড টর্নেডো’ খ্যাত এই কিংবদন্তি অ্যাথলিট জীবনের শেষদিন পর্যন্ত দৌড়ের প্রতি তাঁর ভালোবাসা বজায় রেখেছিলেন, বিস্তারিত জানুন...
advertisement
1/10
১১৪ বছরের কিংবদন্তি দৌড়বিদ ফৌজা সিং পথ দুর্ঘটনায় প্রয়াত! শোকস্তব্ধ ক্রীড়ামহল...
পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংহ ১১৪ বছর বয়সে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন। সোমবার দুপুরে জলন্ধর-পাঠানকোট হাইওয়েতে হাঁটার সময় একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি গুরুতরভাবে আহত হন এবং পরে মারা যান।
advertisement
2/10
এই দুঃসংবাদের সত্যতা নিশ্চিত করেন লেখক খুশবন্ত সিংহ, যিনি ফৌজা সিংহের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসক গুলাবচন্দ কাটারিয়া বলেন, "ফৌজা সিংহের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।"
advertisement
3/10
এক্স (সাবেক টুইটার)-এ খুশবন্ত সিং লিখেছেন, “আমার টার্বানড টর্নেডো আর নেই। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, শ্রদ্ধেয় ফৌজা সিংহ আজ বিকেল ৩:৩০ নাগাদ নিজের গ্রাম বিয়াসে রাস্তা পার হওয়ার সময় একটি অজানা গাড়ির ধাক্কায় মারা গেছেন। শান্তিতে বিশ্রাম করুন, প্রিয় ফৌজা।”
advertisement
4/10
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তায় বলেন, “ফৌজা সিংহ জি ছিলেন অসাধারণ একজন ব্যক্তি। তিনি ফিটনেসের গুরুত্ব নিয়ে দেশের যুব সমাজকে যেভাবে অনুপ্রাণিত করেছেন, তা অনন্য। তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও খেলাধুলায় অবদানের কথা জাতি চিরকাল মনে রাখবে।”
advertisement
5/10
রাজ্যপাল গুলাবচন্দ কাটারিয়া লেখেন, “১১৪ বছর বয়সেও তিনি ‘নশা মুক্ত রঙলা পাঞ্জাব’ অভিযানে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি ছিলেন দৃঢ়তা ও উৎসাহের প্রতীক। তাঁর উত্তরাধিকার একটি মাদকমুক্ত পঞ্জাব গড়ার প্রেরণা জোগাবে।”
advertisement
6/10
পূর্ব পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ লেখেন, “ফৌজা সিংহের মৃত্যুতে গভীর শোকাহত। তাঁর অসাধারণ জীবন ও অনমনীয় মনোভাব আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
advertisement
7/10
ফৌজা সিংহের জন্ম ১৯১১ সালের ১ এপ্রিল। স্ত্রী ও পুত্র কুলদীপের মৃত্যুর পর তিনি দৌড়কে নিজের জীবনের অংশ করেন। ৮৯ বছর বয়সে ২০০০ সালে লন্ডন ম্যারাথন ছিল তাঁর প্রথম দৌড়। তিনি লন্ডন, নিউ ইয়র্ক ও টরন্টোতে মোট ৯টি ২৬-মাইল ম্যারাথন দৌড়ে অংশ নেন।
advertisement
8/10
তিনি ২০০৪ সালের এথেন্স অলিম্পিক ও ২০১২ সালের লন্ডন অলিম্পিকে টর্চবাহক ছিলেন। তিনি মুহাম্মদ আলি ও ডেভিড বেকহ্যামের সঙ্গে একটি ক্রীড়া ব্র্যান্ডের বিজ্ঞাপনেও অংশ নেন।
advertisement
9/10
৯৩ বছর বয়সে তিনি ৬ ঘণ্টা ৫৪ মিনিটে একটি ম্যারাথন শেষ করে তাঁর বয়স অনুযায়ী বিশ্ব রেকর্ড গড়েন। ১০০ বছর বয়সে কানাডায় এক বিশেষ ক্রীড়া ইভেন্টে এক দিনে ৮টি বিশ্ব রেকর্ড তৈরি করেন।
advertisement
10/10
তাঁর জীবনী "টার্বানড টর্নেডো" ২০১১ সালের ৭ জুলাই ব্রিটেনের হাউস অফ লর্ডসে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়, লেখক খুশবন্ত সিংহ।
বাংলা খবর/ছবি/খেলা/
114 Year Old Runner Fauja Singh Dies: ১১৪ বছরের কিংবদন্তি দৌড়বিদ ফৌজা সিং পথ দুর্ঘটনায় প্রয়াত! শোকস্তব্ধ ক্রীড়ামহল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল