বন্ধ হল চিড়িয়াখানার দরজা, পর্যটকদের প্রবেশ নিষেধ! ফের কবে খুলবে?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Bardhaman Zoo Closed: শনিবার সকাল থেকে চিড়িয়াখানা বন্ধ রাখা হয়েছে, বন্ধ রাখা হয়েছে পর্যটকদের প্রবেশও
advertisement
1/5

<strong>পূর্ব বর্ধমান, সায়নী সরকারঃ</strong> জলমগ্ন বর্ধমান জুলজিক্যাল পার্ক, জলবন্দী পশুপাখিরা। তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য চিড়িয়াখানা বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। জল কমে গেলেই পর্যটকদের জন্য জু খোলা হবে বলে জানানো হয়েছে।
advertisement
2/5
শনিবার সকাল থেকে বর্ধমানের রমনাবাগান জু বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে পর্যটকদের প্রবেশও। এর মধ্যেই প্রবেশ পথে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। সোমবারও দেখা গেল একই চিত্র। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
advertisement
3/5
এই পরিস্থিতিতে পশু-পাখিদের সুরক্ষায় বাড়তি নজর রাখা হচ্ছে। তাঁদের একেবারে খাবার না দিয়ে বারবার ভাগ করে দেওয়া হচ্ছে, যাতে প্রতিবার টাটকা খাবার দেওয়া যায়। রোজ একজন পশু চিকিৎসক এসে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করছেন যাতে কোনও ধরণের সংক্রমণ না ছড়ায়। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
advertisement
4/5
জানা গিয়েছে, পশুদের তাঁদের শেল্টারে রাখা হয়েছে। কুমির ও হরিণের আবাসস্থলের জল পাম্প করে বের করে দেওয়া হচ্ছে। বৃষ্টির জমা জল নেমে গেলে ফের চিড়িয়াখানা খোলা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। আশা করি, খুব তাড়াতাড়ি পর্যটকদের জন্য জু খুলে দেওয়া হবে। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
advertisement
5/5
অন্যদিকে চিড়িয়াখানা বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে বহু পর্যটককে। বর্ধমানের রমনাবাগান জু বন দফতরের অধীন। এখানে পাঁচটি চিতাবাঘ, চারটি মিষ্টি জলের কুমির, একটি নোনা জলের কুমির আছে। এছাড়া একটি স্লথ ভাল্লুক, কিছু শিয়াল, সজারু, প্রায় আশিটি চিতল হরিণ, তিনটি বার্কিং ডিয়ার সহ অসংখ্য পশু ও পাখি রয়েছে। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)