TRENDING:

Youth Takes Ultimate Decision: মোবাইল ফোনে গেমের নেশায় বুঁদ! ধার গলা পর্যন্ত চলে আসতে ছাত্র নিয়ে নিল চরম সিদ্ধান্ত

Last Updated:
Youth Takes Ultimate Decision: বাঁচতে দিল না নোংরা নেশার করাল ছায়া, অকালেই চরম সিদ্ধান্ত পড়ুয়ার
advertisement
1/4
মোবাইল ফোনে গেমের নেশায় বুঁদ! ধার গলা পর্যন্ত চলে আসতে ছাত্র নিয়ে নিল চরম সিদ্ধান্ত
: মোবাইলে গেম খেলে বিপুল টাকা ঋনগ্রস্ত হয়ে পড়ার ফল। অবসাধে আত্মঘাতী মহিষাদলের বেসরকারি কলেজ ছাত্রের। কলেজ হোস্টেলে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করার ঘটনা ঘটলো মহিষাদলের ক্ষুদিরাম বোস কলেজ অফ ফার্মাসি নামের শিক্ষা প্রতিষ্ঠানে। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
2/4
জানা গেছে, মৃত ছাত্রের নাম অভিজিৎ পাত্র(২২)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায়৷ অভিজিৎ কলেজে ব্যাচেলার অফ ফিজিও থেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। প্রতীকী ছবি।
advertisement
3/4
নিরাপত্তারক্ষী জানায়, রুমে গিয়ে ডাকাডাকি করেও সাড়া মেলেনি। ভেতর থেকে লক করা ছিলো। দরজা ভেঙে দেখে অভিজিৎ ফ্যানের সঙ্গে গলায় গামছা ফাঁস লাগিয়ে ঝুলছে। Photo- Representative
advertisement
4/4
এরপর খবর দেওয়া হয় মহিষাদল থানায়। মহিষাদল থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। নিরাপত্তারক্ষী জানায় রুম থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে। input- Sujit Bhowmik (DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Youth Takes Ultimate Decision: মোবাইল ফোনে গেমের নেশায় বুঁদ! ধার গলা পর্যন্ত চলে আসতে ছাত্র নিয়ে নিল চরম সিদ্ধান্ত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল